মুকুলের চিঠিতে নড়েচড়ে বসল কমিশন, সরতে হল অভিষেককে

আজই বদল হয়েছে কোচবিহারের এসপি। রাজ্যের মুখ্যসচীবকে এই বিষয়ে চিঠি দিয়ে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ফলে অভিষেক গুপ্তাকে সরিয়ে কোচবিহারের নতুন এসপি করা হয়েছে অমিত কুমার সিংহকে। উল্লেখ্য, কদিন আগেই বিজেপির তরফে মুকুল রায় রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা পক্ষপাতদুষ্ট পুলিশকর্তাদের সরানোর দাবিতে কমিশনে কড়া চিঠি লেখেন। তারপরই সরানো হল অভিষেক গুপ্তাকে। যে অভিষেকের বিরুদ্ধে রাজ্যের প্রধান বিরোধী দল একাধিক অভিযোগ জানিয়ে ছিল বহু আগেই।

অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তায় সাহায্য করতে চাননি। এমনকী এসপিজির সঙ্গে কোনও ধরনের প্রশাসনিক সাহায্যের হাত বাড়িয়ে দেননি বলেও অভিযোগ ওঠে। সোমবার কমিশন যে ভিডিও কনফারেন্স করে তাতে সরাসরি অভিযোগ করা হয়, কোনও কিছুতেই কোঅপরেট করছেন না কোচবিহারের এসপি অভিষেক গুপ্তা। এইসঙ্গে ফোর্স ডেভলপমেন্ট নিয়ে এই পুলিশ প্রধানের কাজে অনেকেরই আপত্তি ছিল প্রথম থেকেই।

এইসব অভিযোগ খতিয়ে দেখেই আজ কমিশন কোচবিহারের পুলিশসুপারের দায়িত্ব থেকে সরিয়ে দিল অভিষেক গুপ্তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.