১ কোটি টাকা সহ একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের অ্যান্টি রেডিও শাখা। রোজভ্যালির একাউন্টেন্ট গোবিন্দ আগরওয়ালের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সেই ল্যাপটপে ‘ম্যাডাম রোজভ্যালী’ নামক একটি ফোল্ডার ছিল এবং সেখান থেকেই মনোজ কুমার সংক্রান্ত তথ্য কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার হাতে আসে। সেই সূত্র ধরেই, গ্রেফতার হয় মনোজ কুমার। আজ সেই চার্টার্ড একাউন্টেন্ট গোবিন্দ আগরওয়ালের লেক গার্ডেন্স, বালিগঞ্জ এবং ট্যাংড়ার বাড়িতে তল্লাশি চালায় এনফর্সমেন্ট ডিরেক্টর ( ইডি )। ইডি সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তাঁরা মনে করছেন এই চার্টার্ড আকাউন্টেন্টের চার্টার্ড ফার্মের মধ্য দিয়েই রোজ ভ্যালির কয়েকশো কোটি টাকা বাজারে ছড়িয়ে দেওয়া হত। এই ব্যক্তির আর সাথে কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ ছিল বা আছে সেই নথি খুঁজতেই আজ তার বাড়িতে ইডির তল্লাশি অভিযান।