পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাঁচ বছরে এই প্রথমবার নরেন্দ্র মোদি সাংবাদিকদের মুখোমুখি হলেন।
শুক্রবার নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপির সদর কার্যালয়ে অমিত শাহকে সঙ্গী করে সাংবাদিক সম্মেলনে অংশ নেন তিনি। যদিও মাত্র একবার নিজের মতামত স্পষ্ট করে সাংবাদিকদের কোনও প্রশ্ন নেননি প্রধানমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাসের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন অমিত শাহ।
বি জে পি সভাপতির কথায় “আমরা তো সারা দেশেই লড়ছি, আমাদের জন্য গন্ডগোল হলে সারা দেশেই হত, শুধু পশ্চিমঙ্গেই কেন অশান্তি হচ্ছে, আপনারা মমতাকে প্রশ্ন করুন ।” তিনি আরও বলেন, “দেড় বছরে বিজেপির ১৮০ জন কর্মী মারা গিয়েছে, মমতার কাছে কী জবাব আছে এর? মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, কর্নাটক, কেরলে তো আমরা ভোটে লড়ছি। কিন্তু পশ্চিমবঙ্গের মতো কোথাও সন্ত্রাস হচ্ছে না।”
সংবাদমাধ্যমের উদ্দেশ্যে অমিত শাহ এর প্রশ্ন, “দেড় বছরের ৮০ জন বিজেপি কর্মীর মারা গিয়েছেন পশ্চিমবঙ্গে। কেন আপনারা এই প্রশ্নটা কেন মমতাদিকে করেন না?”