আগামী সোমবার থেকে সকাল ৭টা থেকে মেট্রো, পরিবর্তন ই-পাসের নিয়মেও

সকাল সাড়ে আট টার পরিবর্তে সকাল ৭টা থেকে মেট্রো চলাচল শুরু হবে৷ সময়সীমা বাড়ার পাশাপাশি বাড়ছে মেট্রোর সংখ্যাও৷ স্বভাবতই খুশী মেট্রো যাত্রীরা৷ এছাড়া পরিবর্তন আনা হচ্ছে ই-পাসের নিয়মেও৷

মেট্রো রেল সূত্রে খবর, আগামী সোমবার থেকে কবি সুভাষ এবং নোয়াপাড়া স্টেশন থেকে সকাল ৭টায় ছাড়বে৷ আর শেষ ট্রেন পরিষেবা পাওয়া যাবে রাত সাড়ে ১০টা পর্যন্ত৷ তবে দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়৷ এই পরিষেবা পাওয়া যাবে প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার৷

সময়সীমা বাড়ার পাশাপাশি বাড়ছে মেট্রোর সংখ্যাও৷ তাই আরও ১৪টি অতিরিক্ত রেক দেওয়া হয়েছে কলকাতা মেট্রো পরিষেবায়৷ এবং প্রতিদিন ১৯০ থেকে ২০৪ টি মেট্রো চলাচল করবে বলে খবর৷

অন্যদিকে মেট্রো যাত্রীদের আরও একটি খুশীর খবর শুনিয়েছে, তা হল এখন থেকে সকাল ৭ থেকে সকাল ৮টা৷ এবং রাত ৮ থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রোতে চড়তে ই-পাস লাগবে না৷

কলকাতা মেট্রোয় প্রতিদিন যাত্রী সংখ্যা প্রায় সাড়ে ছয় থেকে সাত লক্ষ৷ করোনার আগে সোম থেকে শুক্র প্রতিদিন মেট্রো চলেছিল ২৮৮ টি। শনিবার ২৩৬ টি। রবিবার ১২৪টি।

তবে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে মেট্রো৷ স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, যাত্রীদের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ প্ল্যাটফর্মে প্রবেশের সময়ে স্যানিটাইজ়ার দেওয়া৷

ট্রেনের কামরায় সামাজিক দূরত্ব-বিধি মেনে চলার জন্য, বসার এবং দাঁড়িয়ে থাকার জায়গা পৃথক ভাবে রং দিয়ে চিহ্নিত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.