পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবার নিশ্চিত। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন রেখেছেন, তৃণমূল সরকারকে সমূলে উৎখাত করুন এবং রাজ্যের সমৃদ্ধি চাইলে বিজেপিকে আনুন। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, গরিবি হাটানোর জন্য, দেশের সুরক্ষার জন্য বাংলায় বিজেপিকে আসতে দিন। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাল্যদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘বিরসা মুন্ডাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে আমার দু’দিনের বাংলা সফর শুরু হল। পশ্চিমবঙ্গের সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে জনরোষ দেখা যাচ্ছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রয়েছে পশ্চিমবঙ্গের জনগণের, তাঁরা জানেন শুধুমাত্র মোদীজিই পশ্চিমবঙ্গের সমৃদ্ধি ও গৌরব ফিরিয়ে আনতে পারবেন।’ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেন, মোদী সরকারের পাঠানো ত্রাণ বাংলার দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছোচ্ছে না। বাড়ি তৈরির জন্য টাকা পাচ্ছেন না দরিদ্র মানুষজন, প্রতিবছর ৬০০০ টাকা করে পাচ্ছেন না কৃষকরা এবং দরিদ্র পরিবারগুলি ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাচ্ছে না। মোদী সরকারের ৮০টিরও বেশি প্রকল্পের বাস্তবায়ন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পশ্চিমবঙ্গের জনগণ কেন্দ্রের প্রায় ৮০টির বেশি প্রকল্প থেকে বঞ্চিত।’
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে রাজ্যে হিংসা এবং রাজনৈতিক হত্যার ঘটনা বেড়েই চলেছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ। তিনি বলেন, ‘চারিদিকে বাংলায় শুধু চোখে পড়ে মমতা সরকারের প্রতি ভয়ানক আক্রোশ। আর অন্যদিকে মোদী সরকারের প্রতি মানুষের আস্থা দেখা দেয়। হিংসা এবং রাজনৈতিক হত্যা মমতা শাসনের হলমার্কে পরিণত হয়েছে। বিজেপি কার্যকর্তাদের উপর নৃশংসতা এটাই নিশ্চিত করেছে যে, পশ্চিমবঙ্গে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে বিজেপি। পশ্চিমবঙ্গে মমতার বিদায় এবার নিশ্চিত।’ পশ্চিমবঙ্গের জনগণের কাছে অমিত শাহের আর্জি, ‘তৃণমূল সরকারকে সমূলে উৎখাত করুন এবং রাজ্যের সমৃদ্ধি চাইলে বিজেপিকে আনুন। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, গরিবি হাটানোর জন্য, দেশের সুরক্ষার জন্য বাংলায় বিজেপিকে আসতে দিন।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আরও বলেন, ‘দেশের সুরক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল পশ্চিমবঙ্গ। মোদীজির নেতৃত্বে আমরা ভবিষ্যতে সোনার বাংলা গড়ব।’
2020-11-05