বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বাংলায় গেরুয়া প্লাবনের ছবি স্পষ্ট হয়। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২২টিতে শাসক দল তৃণমূল পেলেও ১৮টি আসন জিতে সাড়া ফেলে দিয়েছে বিজেপি।
পোড়খাওয়া রাজনীতিক মানস ভুঁইঞার মতো প্রতিদ্বন্দ্বীকে বিপুল ব্যবধানে পরাস্ত করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ‘লোকসভা নির্বাচনে অমিত শাহ বাংলায় ২৩টি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। আমরা ১৮টি পেয়েছি। তবে বাংলায় আরও বেশি আসন পেতে পারতাম।’
পাহাড়, জঙ্গল ধুয়েমুছে সাফ’ হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘এত দিনে বিকল্প খুঁজে পেয়েছে বাংলা। নির্বাচনে আঞ্চলিক দলগুলি গুরুত্ব হারিয়েছে।’ বাংলায় অভিনব সাফল্যের জেরে বিজয় উৎসবে রাজ্যে অমিত শাহ আসবেন বলেও তিনি জানান। তাঁর দাবি, নির্বাচনী লড়াইয়ে প্রত্যাশিত ফল করতে না পেরে ভোট পরবর্তী হিংসায় মদত দিচ্ছে শাসক দল তৃণমূলের একাংশ। এই কারণে তিনি প্রশাসনকে চিঠি দিয়ে হিংসা বন্ধ করার আবেদন জানিয়েছেন বলেও দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর বার্তা, ‘মুখ্যমন্ত্রীকে বলব, নির্বাচনী প্রচারে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অনেক উত্তেজনামূলক কথাবার্তা বলেছেন। এখন মাথা ঠান্ডা রাখুন, বিশ্রাম নিন। প্রয়োজনে কয়েক দিন হরিদ্বারে কাটিয়ে আসুন।’