ভাটপাড়ায় প্রচারে গিয়ে ব্যারাকপুর লোকসভা ভোটের ললাট লিখন প্রায় পড়েই ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৯ এপ্রিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে জনসভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল নেতৃত্বের আশা ছিল ব্যারাকপুর লোকসভা ও ভাটপাড়া উপ নির্বাচনের প্রচারে তৃণমূল নেত্রী এলে জনসমুদ্র ঝাঁপিয়ে পড়বে তাঁর জনসভায়। কিন্তু হল ঠিক উল্টোটাই। নরেন্দ্র মোদির সভার সিকিভাগও ভিড় হল না ভাটপাড়া জনসভায়। তাই বক্তৃতার মাঝে বারবার মেজাজ হারালেন তৃণমূল সুপ্রিমো। ঘুরেফিরে আক্রমণের নিশানা করলেন কাঁচরাপাড়ার বাসিন্দা তথা বিজেপি নেতা মুকুল রায় ও ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিজেপি প্রার্থী তথা ভাটপাড়ার পদত্যাগী তৃণমূল বিধায়ক অর্জুন সিংহকে। এমনকি ভোট চলে গেলে এই দুই নেতাকে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে বসলেন মমতা। দুই নেতাকে কটাক্ষ করে তিনি বলেন “কেউ কেউ এমনও হন যে যতই দাও ওদের আশ মেটে না। এই জেলাতেই এরকম দু’জন আছে। ওদের এমপি করতে হবে, এমএলএ করতে হবে, দোকান দিতে হবে, হোটেল দিতে হবে, মল দিতে হবে, পাব দিতে হবে, মকান দিতে হবে, গার্ডেন দিতে হবে, বাজার দিতে হবে। সব চাই ওদের। আমি এত কিছু কী ভাবে দেব? দিতে দিতে খালি হয়ে গেছি।”
2019-05-03