কেন খারাপ ফল ? পর্যালোচনা করতে কালীঘাটে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শনিবার নিজের বাসভবনে বৈঠক ডেকেছেন মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার ফল ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভাল ফল করেছে বিজেপি। ২ থেকে নিজেদের আসনসংখ্যা তাঁরা বাড়িয়ে নিয়ে গিয়েছে ১৮ তে।
অন্যদিকে, তৃণমূলের আসনসংখ্যা ৩৪ থেকে কমে দাঁড়িয়েছে ২২–এ। অথচ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের শীর্ষনেতৃত্ব বারংবার তাঁদের বক্তৃতায় ৪২ এ ৪২ আসনের কথা বলেছিলেন। অথচ ভোটের ফলাফল বেরোতেই দেখা গেল বঙ্গে বিজেপির ভোট বেড়েছে। বিশেষ করে পাহাড় এবং জঙ্গলমহলে। অথচ রাজ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে ওখানেই।
তা সত্ত্বেও কেন এত খারাপ ফল? এই পর্যালোচনা করতেই শনিবার কালীঘাটে নিজের বাসভবনে জরুরি সভা ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
সূত্রের খবর, বৈঠকে দলের এই খারাপ ফল তথা বঙ্গে বিজেপির ভোট কেন এতটা বেড়ে গেল, সেই নিয়েই আলোচনা করবেন মমতা। জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন জয়ী এবং পরাজিত প্রার্থীরা।
সব জেলার জেলা সভাপতি থেকে শুরু করে পর্যবেক্ষকরা। এছাড়াও থাকবেন তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। উন্নয়ন সত্ত্বেও কেন হার ? সেই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা হবে এই বৈঠকে।