মাঝেরহাট ব্রিজ ভেঙেছিল ঠিক এক বছর আগে। ৪ সেপ্টেম্বর ২০১৮ সালের সেই মর্মান্তিক বিকেলের কথা এখনও দগে দগে ঘা হয়ে রয়ে গিয়েছে শহরবাসীর মনে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এক বছরের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত ব্রিজটি ভেঙে একই জায়গায় নতুন ব্রিজ তৈরি হবে। গত বছর পুজোর পর নভেম্বর মাসে ব্রিজটি ভেঙে ফেলার কাজও শুরু হয়।
যদিও এক বছর পার হতে চলল, নতুন ব্রিজ তৈরির ক্ষেত্রে পূর্ত দফতরের অংশের কাজ শুরু হলেও রেলের অংশের কাজ থমকে রয়েছে।
পূর্ত দফতরের তরফে থেকে বলা হচ্ছে যে, ব্রিজ তৈরির ক্ষেত্রে যেহেতু রেলের অংশের জন্য রেল মন্ত্রকের অনুমোদন লাগবে, ফলে সেটা পেতে দেরি হচ্ছে। এদিকে রেলের বক্তব্য, ব্রিজের নকশা দেড় মাস আগে তাদের কাছে পাঠানো হয়েছে। রেল নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়ে তবেই এই নকশায় অনুমোদন দেবে। তারা এখন সেই কাজটাই করছে বলে জানা গিয়েছে।
ব্রিজের কাজ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে সরকারের বক্তব্য—এটি প্রসিডিওরাল ডিলে। কারণ সবকিছু খতিয়ে দেখে তবেই ব্রিজের নকশা তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, প্রস্তাবিত ব্রিজটার নকশা তৈরি করেছে লি এ্যসোশিয়েটস (Lee Associates) নামে দিল্লির একটি সংস্থা। এদিকে সরকারের শীর্ষ আধিকারিকদের বক্তব্য ব্রিজ তৈরির কাজ শেষ হতে হতে ২০২০ সালের মার্চ হয়ে যাবে। ফলে মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন আপাতত তার থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস পিছিয়ে গেল নতুন ব্রিজের নির্মাণ প্রক্রিয়া।
সূর্য সরকার