মাধ্যমিকে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত, দ্বিতীয় ফালাকাটার শ্রেয়সী! এবারেও জয়জয়কার জেলার

প্রকাশিত হয়ে গেল ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। এবার প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪। যা শতাংশের বিচারে ৯৯.১৪ শতাংশ।

প্রথম, সৌগত দাস।

দ্বিতীয় হয়েছে ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহার ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১।  তৃতীয় হয়েছে ক্যামেলিয়া রায় (রায়গঞ্জ গার্লস হাইস্কুল) ও ব্রতীন মণ্ডল (শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল), তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯।

দ্বিতীয় স্থানাধিকারী ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল।

চতুর্থ অরিত্র সাহা, তার প্রাপ্ত নম্বর ৬৮৭। ৬৮৬ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন সুকল্প দে এবং রুমনা সুলতানা। ষষ্ঠ হয়েছেন ৬৮৫ নম্বর পেয়ে সাবর্ণী চট্টোপাধ্যায়, সাহিত্যিকা ঘোষ, সুপর্ণা সাহু এবং অঙ্কন চট্টোপাধ্যায়। সপ্তম হয়েছেন গায়ত্রী মোদক, সপ্তর্ষি দত্ত। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪। অষ্টম হয়েছেন শাহনাজ আলম, কৌশিক সাঁতরা, সুদীপ্তা ভবল, সায়ন্তন দত্ত ,দেবলীনা দাস, অয়ন্তিকা মাঝি, পুষ্কর ঘোষ, সেমন্তী চক্রবর্তী। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৩। নবম হয়েছেন জয়েশ রায়, অনুষ্কা মহাপাত্র, সৌগত পাণ্ডা, শুভদীপ কুণ্ডু, প্রবীর সেনগুপ্ত, সৌকর্য বিশ্বাস, অরুণিমা ত্রিপাঠি, অভিনন্দন জানা, ঐকিক মাঝি। তাদের প্রাপ্ত নম্বর ৬৮২। দশম হয়েছে সঞ্চারী চক্রবর্তী, সায়ন্তিকা দাস, সৌধ হাজরা, সাথী কুণ্ডু, রিমা চৌধুরী, সৌম্যদীপ দত্ত, অরিত্র মহড়া, সৌম্যদীপ ঘোষ, সায়ন্তিকা রায়, শুভদীপ মাঝি, সহেলী রায় এবং দেবমাল্য সাহা, প্রত্যাশা মজুমদার, অঙ্কিতা কুণ্ডু, সোহম দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৮১।

কোচবিহার ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা।

প্রথম মেধাতালিকায় প্রথম দশ স্থানে মোট ৫১ জন আছে বলে জানা গিয়েছে।

তৃতীয় হয়েছে ক্যামেলিয়া রায় (রায়গঞ্জ গার্লস হাইস্কুল)

পরীক্ষায় সাফল্যের নিরিখে সব চেয়ে এগিয়ে আছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। বোর্ড জানিয়েছে, এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.০৭ শতাংশ, যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ। তা ছাড়া, এই প্রথম মাধ্যমিকের ইতিহাসে এত নম্বর নিয়ে কেউ প্রথম হল।

নবম হয়েছে জলপাইগুড়ি আশালতা স্কুলের ছাত্রী অনুষ্কা মহাপাত্র।

গত বার এই হার ছিল ৮৫.৪৯ শতাংশ। সকাল ১০টা থেকে পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট wbbse.org এবং wbresults.nic.in-তে জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। এই দিনই স্কুল থেকে হাতে মার্কশিট পাবে পড়ুয়ারা। ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী এই বছর পরীক্ষায় বসেছিল। কোনও অসমাপ্ত রেজাল্ট নেই বলে জানিয়েছে পর্ষদ। প্রসঙ্গত পরীক্ষার ৮৮ দিনের মাথায় প্রকাশিত হল এই ফলাফল।

স্থাননামনম্বরস্কুল
প্রথমসৌগত দাস৬৯৪পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ
দ্বিতীয়দেবস্মিতা সাহা৬৯১কোচবিহার ইলাদেবী গার্লস হাইস্কুল
দ্বিতীয়শ্রেয়সী পাল৬৯১আলিপুরদুয়ার ফালাকাটা গার্লস হাইস্কুল
তৃতীয়ক্যামেলিয়া রায়৬৮৯রায়গঞ্জ গার্লস হাইস্কুল
তৃতীয়ব্রতীন মণ্ডল৬৮৯নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল
চতুর্থঅরিত্র সাহা৬৮৭আলিপুরদুয়ারের বড়বিশা হাইস্কুল
পঞ্চমসুকল্প দে৬৮৬হুগলি কলেজিয়েট স্কুল
পঞ্চমরুহানা সুলতানা৬৮৬গান্ধী রাজা মণীন্দ্র চন্দ্র গার্লস হাইস্কুল
ষষ্ঠসোহম দে৬৮৫হুগলি গোঘাট হাইস্কুল
ষষ্ঠসাবর্ণী চট্টোপাধ্যায়৬৮৫বীরভুমের রামপুর হাইস্কুল
ষষ্ঠসাহিত্যিকা বোস৬৮৫বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল
ষষ্ঠসুপর্ণা সাউ৬৮৫আলিগঞ্জ নিশি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়
ষষ্ঠঅঙ্কন চক্রবর্তী৬৮৫মুনিয়ারী কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশন
সপ্তমগায়ত্রী মোদক৬৮৪কোচবিহারের ইলাদেবী গর্লস হাইস্কুল
সপ্তমঅনীক চক্রবর্তী৬৮৪ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুল
সপ্তমসপ্তর্ষি দত্ত৬৮৪নদিয়ার রবিতীর্থ বিদ্যালয়
অষ্টমশাহনওয়াজ আলম৬৮৩কোচবিহারে শীতলখুচি হাইস্কুলে
অষ্টমসায়ন্তন বসাক৬৮৩গঙ্গারামপুর হাইস্কুল
অষ্টমঅর্কপ্রভ সাহানা৬৮৩বাঁকুড়া হাইস্কুল
অষ্টমকৌশিক সাঁতরা৬৮৩বিবেকানন্দ শিক্ষা নিকেতন
অষ্টমসুদীপ্তা ধবল৬৮৩বাঁকুড়ার কিষণগঞ্জ হাইস্কুল
অষ্টমসায়ন্তন দত্ত৬৮৩বাঁকুড়া জেলা স্কুল
অষ্টমপৃথ্বীশ কর্মকার৬৮৩রামহোলিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল
অষ্টমদেবলীনা দাস৬৮৩আরামবাগ গার্লস হাইস্কুল
অষ্টমঅয়ন্তিকা মাঝি৬৮৩বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুল
অষ্টমপুষ্কর ঘোষ৬৮৩পূর্ব বর্ধমান কাটোয়া কাশীরাম দাস স্কুল
অষ্টমসেবন্তী চক্রবর্তী৬৮৩আমতলা বালিকা বিদ্যালয়
নবমজয়েশ রায়৬৮২আলিপুরদুয়ারের শীলবড়িহাট হাইস্কুল
নবমপুরষ্কা মহাপাত্র৬৮২জলপাইগুড়ি আশালতা হাইস্কুল
নবমসৌগত পণ্ডা৬৮২বাঁকুড়া হাইস্কুল
নবমশুভদ্বীপ কুণ্ডু৬৮২রামহোলিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল
নবমসৌকার্য বিশ্বাস৬৮২প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়
নবমপ্রত্যুষ করণ৬৮২কন্টাই হাইস্কুল
নবমঅরুণিমা ত্রিপাঠী৬৮২জ্ঞানদ্বীপ বিদ্যাপীঠ হাইস্কুল
নবমঅভিনন্দন জানা৬৮২নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
নবমঐকিক মাঝি৬৮২নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
দশমসঞ্চারী চক্রবর্তী৬৮১রায়গঞ্জ গার্লস হাইস্কুল
দশমসায়ন্তিকা দাস৬৮১মালদার বার্লো গার্লস হাইস্কুল
দশমসৌধ হাজরা৬৮১বাঁকুড়া রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ
দশমসাখী কুণ্ডু৬৮১বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল
দশমরিমা চৌধুরী৬৮১বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল
দশমসৌম্যদ্বীপ দত্ত৬৮১ধনিয়াখালি মহামায়া বিদ্যাপীঠ
দশমঅরিত্র মহড়া৬৮১সিউড়ি নেতাজি বিদ্যাভবন
দশমসৌম্যজিত্‍‌ ঘোষ৬৮১মেমারি বিদ্যাসাগর ইনস্টিটিউশন
দশমসায়ন্তিকা রায়৬৮১পশ্চিম বর্ধমানের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ
দশমশুভদীপ মাঝি৬৮১ঝাড়গ্রাম বাঁধগোড়া অঞ্চল বিদ্যালয়
দশমসহেলি রায়৬৮১রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস
দশমদেবমাল্য সাহা৬৮১রহড়া রামকৃষ্ণ মিশন
দশমপ্রত্যাশা মজুমদার৬৮১বিরাটি বিদ্যালয় ফর গার্লস
দশমঅঙ্কিতা কুণ্ডু৬৮১হাবড়া কামিনীকুমার গার্লস হাইস্কুল
দশমসোহম দাস৬৮১যাদবপুর বিদ্যাপীঠ

পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের উদ্দেশে টুইট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু পড়ুয়াদেরই নয়, তাদের মা বাবা, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য অনেক অভিনন্দন জানালেন তিনি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.