আগামী বছর নির্বাচনের কথা মাথায় রেখেই আগে রাজ্যে সচিব পর্যায়ে রদবদল চলছেই। নবান্নের (Nabanna) এক নির্দেশিকায় এক ঝটকায় বদলি করা হয়েছে একঝাঁক শীর্ষ আধিকারিকদের। অনিল ভার্মা ছিলেন শিক্ষা দপ্তরের সচিব। তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে এসিএস করা হল। বরুণকুমার রায়কে এই দপ্তরের থেকে পাঠানো হল যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব পদে। অপ্রচলিত শক্তি দপ্তরের সচিব ছিলেন রাজীব কুমার। তিনি এবার শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। পঞ্চায়েত দপ্তরের সচিব পদে ছিলেন ছোটেন ধেন্দুপ লামা। তাঁকে অপ্রচলিত শক্তি দপ্তরের সচিব পদে নিয়ে আসা হল।
এছাড়াও, সুমন্ত চৌধুরি ছিলেন এটিআইয়ের ডিজি। এর সঙ্গে তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল ‘বিশ্ব বাংলা’র দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসের ওএসডি’র। পার দপ্তরের ওএসডি ছিলেন তেজস্বী রানা। তাঁকে ভূমি ও ভূমি রাজস্ব এবং উদ্বাস্তু, পুনর্বাসন দপ্তরের ওএসডি পদে নিয়ে আসা হল। প্রশাসনিক মহল সূত্রে খবর, আগামী নির্বাচন নির্বাচনের আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশন দায়িত্ব নিলে ইচ্ছেমতো তাদের আধিকারিকদের রদবদল করবে তারা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt.) এখন থেকেই নিজেদের মতো করে প্রশাসনিক ঘুটি চালানোর কাজ এগিয়ে রাখল বলেই মনে করছে রাজনৈতিক মহল।