অনেক দেখলেন এক্সিট পোল, এবার দেখুন গ্র্যান্ড রিপোর্ট ! সমস্ত কিছু একসাথে

লোকসভার নির্বাচন সমাপ্ত হয়েছে এবং এক্সিট পোল দেশের মানুষের নজর কেড়ে নিয়েছে। পুরো দেশ এক্সিট পোল দেখার নেশায় মেতে উঠেছে। দেশে কোনো পার্টি সরকার গঠন করবে, কোন রাজ্যে কোনো পার্টি ভালো ফলাফল করবে তার অনুমান করার জন্য সাধারণ জনগণ উঠেপড়ে লেগেছে। তবে এক্সিট পোলের ফলাফলের মধ্যে মানুষ পুরো ভারত, উত্তরপ্রদেশে ও পশ্চিমবঙ্গের ফলাফলের দিকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার এক্সিট পোল নীচে তুলে ধরা হলো।

India today exit poll 2019 / My Axis exit poll 2019/ India Today মাই এক্সিস এক্সিট পোল:

ইন্ডিয়া টুডে এক্সিট পোল অনুযায়ী পুরো ভারতে-
NDA- ৩৩৯-৩৬৫
UPA- ৭৭-১০৮
অন্যান- ৬৯-৯৫

পশ্চিমবঙ্গে-
BJP- ১৯-২৩
TMC- ১৯-২২
কগ্রেস- ১
বামফ্রন্ট-০

উত্তরপ্রদেশে-
BJP- ৬২-৬৮
মহাজোট- ১০-১৬
কংগ্রেস- ১-২

Jan ki baat exit poll 2019/ Jan ki baat openion poll/ জন কি বাত এর এক্সিট পোল অনুযায়ী,

পুরো ভারতে-

BJP- ২৫৪ থেকে ২৭৪(২৬৪)
NDA- ২৯৫ থেকে ৩১৫(৩০৫)
INC- ৭১ থেকে ৭৪(৭২)
UPA- ১২২ থেকে ১২৫(১২৪)
Others- ১২৫ থেকে ১০২(১১৩)

পশ্চিমবঙ্গে-
BJP- ১৮ থেকে ২৬(১৮)
CPM- ০
TMC- 21 থেকে ১৩(২১)
INC- 3

উত্তরপ্রদেশে-
BJP- ৫১
SP-BSP- ২৬
Congress- ৩

Today’s chanakya exit poll 2019/ চাণক্য এক্সিট পোল অনুযায়ী,

পুরো ভারতে-
NDA- ৩৫০
UPA- ৯৫
Others- ৯৭

পশ্চিমবঙ্গে-
BJP- ২৩
TMC- ১৮
বামফ্রন্ট-০
Congress-১

উত্তরপ্রদেশে-
BJP- 65
SP-BSP- 13
CONGRESS- 2

India TV Exit Poll 2019 :

ইন্ডিয়া টিভির সমীক্ষা অনুযায়ী, উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে বিজেপি ৫০, মহাজোট ২৯ টি আসন আর কংগ্রেস ২ টি আসনে জয়লাভ করতে পারে। নিউজ ১৮ এর সমীক্ষা অনুযায়ী এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। এনডিএ ৩৩৬, ইউপিএ ৮২ এবং অন্যান্য ১২৪ টি আসনে জিততে পারে।

abp nielsen exit poll 2019 :

এবিপি নিয়েলসন এর সমীক্ষা অনুযায়ী, এনডিএ ২৬৭, ইউপিএ ১২৭ আর অন্যান্য ১৪৮ আসনে জিততে পারে। এবিপি নিয়েলসনের পোল অনুযায়ী এনডিএ ৩১ শতাংশ ভোট, ইউপিএ ২২ শতাংশ আর অন্যান্য ৪৭ শতাংশ ভোট পেতে পারে।

নিউজ নেশন এর সমীক্ষায় এনডিএ ২৮২-২৯০, কংগ্রেস ১১৮-১২৬ অন্যরা ১৩০-১৩৮ আসন পাচ্ছে। ইন্ডিয়া টিভির সমীক্ষায় দিল্লীতে বিজেপি ৭ টি আসনেই জয় লাভ করতে চলেছে। নিউজ-২৪ এর চাণক্য সমীক্ষায় ছত্তিসগড়ে বিজেপি ৭ টি আসন এবং কংগ্রেস ২ টি আসনে জিতছে। এবিপি নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী পশ্চিমি উত্তর প্রদেশের ২৭ টি আসনের মধ্যে বিজেপি জোট ৬ আর সপা-বসপা ২১ আসনে এগিয়ে আছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বারবার দাবি করেছে যে, বিজেপি শুধু এরাজ্যেই না গোটা ভারতে শূন্য আসন পাবে। এরপর তিনি আবার এও বলেছিলেন যে বিজেপি ১০০ আসনের মধ্যে আটকে থাকবে। কিন্তু মমতা ব্যানার্জীর সমস্ত ভবিষ্যৎবাণী বিফলে গেলো। বিজেপি আগামী ২৩ মে আবার সরকার গঠন করতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.