হুগলিতে গান্ধীজির মূর্তি জলে ধুইয়ে মাল্যদান করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ওই মূর্তিতে কিছু আগে মালা দিয়েছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব। লকেট বলেন, শাসক দলের সবটাই মেকি। লোক দেখানো। ওরা মন থেকে কিছু করে না। তাই হয়ত অপরিস্কার মূর্তিতে মালা দিয়ে গিয়েছে। এরপর ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়েন লকেট।
মোদী সরকারের স্বচ্ছ ভারত অভিযানের মূল চিহ্ন গান্ধীজির চশমা। গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তীতে বিশেষ কর্মসূচিও নিয়েছে রাজ্য বিজেপি।
ঘটনাচক্রে, গান্ধীর যে মূর্তি জল দিয়ে ধুয়ে মালা পড়িয়েছেন লকেট, সেই মূর্তি উদ্বোধন করেছিলেন মুকুল রায়। মুকুল তখন তৃণমূলে। মমতার পরে তিনিই ক্ষমতাবান। সেই সময় তিনি এই মূর্তি উদ্বোধন করেন বলে স্থানীয় সূত্রে খবর। এই খবর শুনে লকেট বলেছেন, ভালোই হয়েছে, এখন তো মুকুলদা আমাদের সঙ্গেই। বুধবার সকালে আহত সক বিজেপি কর্মীকে দেখতে যান লকেট।
অভিযোগ, শাসকদলের কর্মীরা তাকে মারধর করে রাস্তায় ফেলে রাখে। লকেটের অভিযোগ, “পুজোর সময় যারা এই আচরণ করে, তাদেরকে কি মানুষ বলা যায়? এভাবে তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে না। ২১ নয়, ২০ তেই ভোট আসন্ন।” বিজেপি গান্ধীজয়ন্তীতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। রাজ্য বিজেপির সদর দফতর ৬ নম্বর মুরলিধর সেন লেনে প্লাস্টিক বিরোধী অভিযান শুরু করা হয়েছে।
রাজ্যের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় সূচনা করেন। তবে রাস্তায় লকেটের ঝাড়ু দেওয়ার ছবি দিনের সেরা ছবি হয়ে রয়েছে। হুগলি লোকসভা কেন্দ্র থেকে এইবার তৃণমূল প্রার্থী ডা. রত্না ড নাগকে হারিয়ে নির্বাচিত হয়েছেন লকেট। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী প্রথমবার সংসদে গিয়েছেন।