অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে (AndhraPradesh Visakhapatnam),এল জি পলিমার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির প্ল্যান্টে গ্যাস লিকেজ ঘটনায় গঠিত হোক বৈজ্ঞানিক বিশেষজ্ঞ কমিটি। এই দাবি জানিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)চিঠি লিখলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু Chandrababu Naidu)।প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ৬টি বিষয় উল্লেখ করেছেন নাইডু। প্রথমত-গ্যাস লিকেজ ঘটনায় গঠিত হোক বৈজ্ঞানিক বিশেষজ্ঞ কমিটি। দ্বিতীয়ত-চিঠিতে কোম্পানির দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন টিডিপি সুপ্রিমো।উল্লেখ্য, গত ৭ মে বিশাখাপত্তনমের এল জি পলিমার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে প্রায় পাঁচটি গ্রামে। অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের এবং অসুস্থ হয়ে পড়েন দুই শতাধিক মানুষ।
2020-05-09