ক্লাব নয়, শ্রমিকদের জন্য অর্থ খরচ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বুধবার সল্টলেকে তিনি বলেন, ক্লাবের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে রাজ্য। কিন্তু শ্রমিকদের কল্যাণে রাজ্য টাকা খরচ করেনি। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কোনও তথ্যই রাজ্য সরকারের কাছে নেই। তাই তাদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের কোনও সদ্দিচ্ছা ছিল না।
পশ্চিমবঙ্গ (west bengal)বর্তমানে পরিযায়ী শ্রমিকদের হাবে পরিণত হয়েছে। রাজ্য সরকার কোনও পরিযায়ী শ্রমিকদের কথা ভাবেনি। কেন্দ্রীয় সরকার সবসময় শ্রমিকদের কথা ভেবেছে। তাই তাদের ফিরিয়ে আনার জন্য রেলের ৮৫% টাকা দিয়েছে কেন্দ্র। তারপরেই রাজ্য সরকারকে আক্রমন করে দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকারের কেন ১৫% টাকা খরচ করতে গিয়ে দুবার ভাবতে হচ্ছে?