অনুব্রত মন্ডলের গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন লকেট চ্যাটার্জি। সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে বসে তিনি নির্বাচন কমিশনের কাছে অনুব্রত মন্ডলের গ্রেফতারের দাবি জানান। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া শুরু হবার পরেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ছেন। যা প্রতিদিন খবরের কাগজে প্রকাশিত হচ্ছে। আর অনুব্রত মন্ডলের মত মানুষদের বাইরে রেখে শান্তিতে ভোট সম্ভব না বলে জানান লকেট চ্যাটার্জি। তাই বীরভূম জেলায় শান্তিপূর্ণ ভোট করাতে অনুব্রত মন্ডলের গ্রেফতার হওয়া উচিত বলে জানান মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। সোস্যাল মিডিয়ায় ট্রোল করে বিজেপির কর্মীরা গ্রেফতার হচ্ছেন। অন্যদিকে অনুব্রত মন্ডল প্রকাশ্য দিবালোকে বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ছেন। তখন রাজ্য পুলিশ বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ করে না। পুলিশের এই ভূমিকাও কমিশনের দেখা উচিত বলে মনে করেন লকেট চ্যাটার্জি।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে প্রথম থেকেই কমিশন অনুব্রত মন্ডলকে চোখেচোখে রাখছেন। তার সবরকম গতিবিধি কমিশনের পুলিশের পর্যবেক্ষকরা নজরে রাখছেন। সোমবার বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির সরাসরি গ্রেফতারের দাবি কমিশনকে চাপে রাখার কৌশল বলে মনে করছেন রাজনৈতিক মহল।