পুজোর বাজারে ভিড় বাড়তেই বাড়ছে সংক্রমণ, শুধু কলকাতায় একদিনে প্রায় ৮০০

পুজোর মুখে শহরে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ একদিনেই কলকাতায় আক্রান্ত প্রায় ৮০০,মৃত আরও ২০ জন৷ আর এর জন্য বিশেষ করে বাসে ও পুজোর বাজারে ভিড় এবং মানুষের মধ্যে সচেতনার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা৷

জেলা ভিত্তিক সংক্রমণ ও মৃতের তালিকার শীর্ষস্থানে রয়েছে কলকাতা৷ রাজ্যে যে ৫,৫৬৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে শুধু কলকাতারই ১,৮৬১ জন৷ এরপরই উত্তর ২৪ পরগনার স্থান৷
শনিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় ২০ জনের মৃত্যু হয়েছে৷ শুক্রবার ছিল ১৩ জন৷ ফলে শুধু কলকাতাতেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৮৬১ জনের৷

গত ২৪ ঘন্টায় কলকাতায় ৭৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ শুক্রবার ছিল ৭৭২ জন৷ একসময় এই সংখ্যাটা কমতে কমতে সাড়ে পাঁচশত তে নেমে এসেছিল৷ কিন্তু পুজোর মুখে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে ফের ৮০০ এর কাছাকাছি৷ সব মিলিয়ে এই পর্যন্ত শহরে মোট করোনা আক্রান্ত ৬৩ হাজার ৬৮৬ জন৷

শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বাড়তে বাড়তে সাড়ে ছয় হাজার ছাড়াল৷ তথ্য অনুযায়ী কলকাতায় মোট অ্যাক্টিভ আক্রান্তে সংখ্যা ৬,৫১৩ জন৷ শুক্রবারের তুলনায় ১৪২ জন বেশি৷

তবে কলকাতায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬২১ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৫ হাজার ৩১২ জন৷

কলকাতা ছাড়া আর যে সব জেলায় করোনা দাপিয়ে বেড়াচ্ছে তা হল – উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগণা,হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর৷ সংক্রমণ ও মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা৷ তৃতীয় স্থানে হাওড়া৷

কলকাতা থেকে খুব একটা পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনা৷ এখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭৫৬ জন৷ তার ফলে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৮৮ জন৷ একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের৷ এই পর্যন্ত এই জেলায় মোট মৃত্যু হয়েছে ১,২৪৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা মোট ৬,৩৮২ জন৷ তবে সুস্থ হয়ে উঠেছেন মোট ৫০ হাজার ৯৫৯ জন৷

স্বাস্থ্য দফতের এই তথ্য থেকেই পরিস্কার, করোনায় সংক্রমণ ও মৃতের দিক থেকে কলকাতা ও উত্তর ২৪ পরগানার অবস্থা ভয়ঙ্কর৷ এছাড়া দুই জেলাতেই পুজোর বাজারে বাড়ছে ভিড়৷ বিশেষ করে কলকাতায়৷ তার ফলে দুশ্চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতের৷ তার উপর যদি পুজো পরিক্রমায় দর্শনার্থীরা করোনা বিধি না মানে,তাহলে সংক্রমণ মাত্রাছাড়া হতে পারে৷

অন্যদিকে এদিনের তথ্য অনুযায়ী, বাংলায় একদিনে ৬২ জনের মৃত্যু হয়েছে৷ তবে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৫৬৩ জন৷

একদিনে যে ৬২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ২০ জন৷ উত্তর ২৪ পরগনার ১২ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৭ জন৷ হাওড়ার ৯ জন৷ পশ্চিম বর্ধমান ২ জন৷ পূর্ব বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ বাকুড়া ১ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ১ জন৷ মালদা ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ দার্জিলিং ১ জন৷ কোচবিহার ১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.