কলকাতা বিমান বন্দরে তৃণমূল সাংসদের স্ত্রী রুজিলা নারুলার লাগেজ চেকিং নিয়ে বিমান বন্দরের শুল্ক দফতরের অফিসারকে হেনস্থার অভিযোগে রাজ্যের তৃণমূল সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। এই নোটিশের পরেই নড়েচড়ে বসেছে তৃণমূল সুপ্রিমো। এর আগে তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জী বলেছিলেন, ওনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। এমনকি ওই খবর ছাপার জন্য বহু মিডিয়ার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছিলেন রুজিলা। কিন্তু এত কিছুর পরেও পার পেলনা প্রভাবশালীর স্ত্রী রুজিলা।
তৃণমূলের হয়ে কোর্টে লরেছেন কংগ্রেসের নেতা তথা আইনজীবী অভিষেক মনু সাংভি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। প্রবীণ আইনজীবী তথা কংগ্রেসের নেতা অভিষেক মনু সাংভি যে আবেদন করেছিলেন তাতে কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট।
গত ১৫ ই মার্চ থাইল্যান্ড থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তৃণমূল সাংসদ অভিষেকের স্ত্রী রুজিলা নারুলা এবং ওনার বান্ধবী মেনকা গম্ভীর। কোনোরকম নোটিশ দেওয়া ছাড়াই অতিরিক্ত সোনা বহন করার জন্য রুজিলাকে আটকায় শুল্ক দফতর। এরপরেই এই বিষয়ে নাম গলায় কলকাতা পুলিশ।
গত ২৯ মার্চ কেন্দ্র থেকে সুপ্রিমে কোর্টকে জানানো হয় যে, সারদা মামলার মতই এই মামলাকেও দমিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। কেন্দ্র জানায় যে, গত ১৬ই মার্চ এই বিষয়ে রাজ্য পুলিশ শুল্ক দফতেরর এক অফিসারকে ভয়ও দেখিয়েছে।
কেন্দ্র সুপ্রিম কোর্টে জানায় যে, এর থেকে স্পষ্ট পশ্চিমবঙ্গে অরাজকাত মাথা তুলে দাঁড়িয়েছে। কোন কিছুরই তদন্ত করতে দেওয়া হচ্ছেনা। রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে জানায় কেন্দ্র।