‘ফণী’ সামলাতে নজিরবিহীন সিদ্ধান্ত কলকাতা পৌরসভার। এদিনই ‘ফণী’ নিয়ে জরুরি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে সিদ্ধান্ত হয়, বিপর্যয় সামলাতে শহরের যাবতীয় হোর্ডিং খুলে ফেলা হবে। এছাড়াও ভগ্ন তথা বিপজ্জনক বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় স্কুলগুলিতে সরিয়ে ফেলা হবে তাঁদের। ঝড় থামার পর তাঁরা ফিরে আসতে পারবেন। অন্য দিকে যেখানে যেখানে বিদ্যুৎয়ের পোস্টগুলির তার খোলা অবস্থায় রয়েছে সেগুলি ঢেকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এইসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শনিবার শহরের সমস্ত স্কুলে ছুটি দিতে বলা হয়েছে। অন্যদিকে বিপর্যয় মোকাবিলায় কেএমসি’র সব বিভাগের ছুটি বাতিল করা হয়েছে।
2019-05-02