কেরলেও দাঁত ফোটাচ্ছে বিজেপি, পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে বাম আর কংগ্রেসের থেকে

কেরলে আজ স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের (Kerala Election Result) গণনা চলছে। রাজ্যের নির্বাচন কমিশন অনুযায়ী, রাজ্যের ২৪৪ টি কেন্দ্রে ভোটের গণনা চলছে। দুপুরের মধ্যে গণনা সম্পূর্ণ হওয়ার কথা। আইনশৃঙ্খলা আর কোভিড-১৯ এর কারণে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগে মলপ্পুরম, কোঝিকোড় আর কসরগোদের কয়েকটি এলাকায় ১৪৪ ধারা লাগু করা হয়েছে। সেখানে চার জনের বেশি মানুষকে একত্রিত হতে দেওয়া হচ্ছে না।

কেরলের পঞ্চায়েত নির্বাচনের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, কোচিতে UDF ২৭ টি ওয়ার্ডে, LDF ২১ টি ওয়ার্ডে আর NDA পাঁচটি ওয়ার্ডে এবং অন্যান্যরাও পাঁচটি ওয়ার্ডে এগিয়ে আছে। আরেকদিকে, কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে NDA ১৩, LDF ১২ আর UDF ৪ টি আসনে এগিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.