রাজ্যে কাটমানি নিয়ে যা চলছে তা একপ্রকার নজিরবিহীন। যেমন, মুখ্যমন্ত্রী হঠাৎই দলকে সৎ করে তোলার ব্রত নিলেন! গ্রেফতার হলেন বেশ কিছু জেলার নেতা, এতদিন যাঁরা শাসক দলের সম্পদ ছিলেন। উলটো দিকে বিরোধীরাও এই সুযোগ কাটমানি অভিযানে নেমে পড়ল রাজ্যজুড়ে।
যেন বিরোধীরা ভালো মানুষ বেছে বেছে দল গড়েছেন! এবার আরও এক আজব কাণ্ড ঘটল কাটমানি ইস্যুতে। সালিশি সভায় এসে নত মস্তকে কাটমানির টাকা ফেরত দিল বেশ কয়েকজন তৃণমূলে নেতা।
কেতুগ্রাম ২ ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের শিবলুন গ্রামে এই ঘটনা ঘটে। এদিন গ্রামবাসীদের ডাকা সালিশিসভায় আসেন অভিযুক্ত ওই ছয় স্থানীয় তৃণমূল নেতা। সেখানেই আবাস যোজনার নামে নেওয়া টাকা ফেরত দেন তাঁরা।
যাঁরা টাকা ফেরত দিলেন তাঁরা হলেন দিলীপ কোনাই, বাবুসোনা প্রধান, প্রসূন ঘোষ, রঞ্জিত কোনাই, উদয় প্রধান ও মিলন মুখার্জি। এই স্থানীয় নেতারা ৩২ জন গ্রামবাসীকে ফেরত দেন প্রায় দেড় লক্ষ টাকা। তবে গ্রামবাসীরা জানিয়েছেন সমস্ত টাকা না পাওয়া পর্যন্ত চলবে এই সালিশি সভা।
তবে প্রাথমিক পর্যায়ে কাটমানির কিছু টাকা ফেরত পেয়ে খুশি গ্রামবাসীরা।