কালীঘাট ও মালদহের ধর্ষন কাণ্ডে বিচারের দাবি তুলে বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ করলেন বিজেপি (Bjp) বিধায়ক দুলাল বর। সোমবার বিধানসভা অধিবেশনে ‘পয়েন্ট অব অর্ডার’-এ বলতে ওঠেন তিনি। কেন মালদহ ও কালীঘাটের ধর্ষণ কাণ্ডে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ? এমন কথা জানতে চেয়ে অধিবেশনে সরব হন বিজেপি বিধায়ক। দুলাল বর বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটল। আর পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে।”
বিজেপি বিধায়কের এমন কথা শুনে চিৎকার শুরু করে দেন তৃণমূল বিধায়করা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি বিধায়ক দুলাল বরকে চুপ করতে বলেন। থেমে না গিয়ে তিনি আরও বলেন, “আমি দুই মেয়ের পিতা। যদি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই মেয়েদের নিরাপত্তা না থাকে, তাহলে রাজ্যের অন্যত্র কীভাবে মেয়েদের নিরাপত্তা থাকবে? আমার মেয়েদের নিরাপত্তা নিয়েও আমি চিন্তিত।” কিন্তু, অধিবেশন তাঁর কথায় স্পিকার কর্ণপাত না করায় প্রায় সাত-আট মিনিট বক্তৃতা করার পর কক্ষ ছেড়ে বেরিয়ে যান দুলাল।
পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বাগদার বিধায়ক বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী উন্নাও ধর্ষণ কাণ্ডে শাস্তির দাবিতে সরব হতে পারেন। কিন্তু, নিজের বাড়ির কাছে ধর্ষণের মতো জঘন্য অপরাধের কোনও বিচার হয় না। এই দ্বিচারিতা চলতে পারে না।”
নীল রায়।