একগুচ্ছ কর্মসূচী নিয়ে কলকাতায় এলেন জেপি নাড্ডা। আর কলকাতায় আসতেই তাঁকে কালো পতাকা দেখানো হল।
বুধবার সকালেই কলকাতা পৌঁছেছেন তিনি। একগুচ্ছ কর্মসূচী নিয়ে কলকাতায় এসেছেন তিনি। ভবানীপুরে সভার পাশাপাশি আভিষেক বন্দ্যোপাধ্যায়রে কেন্দ্র ডায়মন্ড হারবারেও কর্মিসভায় যোগ দেবেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ৩৭/২ গিরিশ মুখার্জি রোডে দলের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে দলের লিফলেট তিনি তুলে দেবেন আম জনতার হাতে। এরপর ভবানীপুর কেন্দ্রে ভোটের প্রস্তুতি নিয়ে কথা বলেন সেখানকার নেতাদের সঙ্গে। চায়ে পে চর্চাতেও যোগ দেবেন। কালীঘাট মন্দিরে পুজোও দেবেন।
বুধবার বিমানবন্দর থেকে প্রথমে সোজা দলের হেস্টিংস অফিসে যান বিজেপি সভাপতি। সেখানে দলের নির্বাচনী অফিস উদ্বোধন করার পর ভার্চুয়ালি নয়টি জেলায় দলীয় পার্টি অফিসেরও উদ্বোধন করেন।
বক্তব্যও রাখেন সেখানে। তারপর যাবেন ভবানীপুরে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে দলীয় বৈঠকে নাড্ডা কর্মীদের কী বার্তা দেন, জন সম্পর্ক অভিযানেও দক্ষিণ কলকাতার ভোটারদের উদ্দেশে তিনি কী বলেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
বুধবার আইসিসিয়ার অডিটোরিয়ামে দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে ও আরও কয়েকটি সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। বৃহস্পতিবার সকালে যাবেন ডায়মন্ডহারবার।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর। নাড্ডার সফর প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ডায়মন্ডহারবার সন্ত্রাসপ্রবণ এলাকা। ওখানে সর্বভারতীয় সভাপতি গেলে আমাদের কর্মীদের মনোবল বাড়বে। নির্বাচনের প্রস্তুতিও দেখবেন।