নির্বাচনী প্রচারে যাওয়ার পথে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, রবিবার সকাল থেকে বাগনানের বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচার করার পর বিকেলে জয় বাগনান, সাবসিট হয়ে চাকুর যাওয়ার পথে বাইনানের শান্তি মোড়ের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়ি আটকে দাঁড়িয়ে তার উপরে হামলার চেষ্টা করে বলে অভিযোগ। জয়ের আভিযোগ, এদিন বিকেল ৫টা নাগাদ শান্তি মোড়ের কাছে একটি চারচাকা গাড়ি তার গাড়ির পথ আটকে দাঁড়ায়। জয়ের আভিযোগ, সেইসময় স্থানীয় তৃণমূল নেতা শেখ সাইফুলের নেত্বতে দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে তার উপরে হামলা চালাতে এলে তার নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দিলে তারা সেখানে থেকে চলে গেলেও পিছনে থাকা বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করে এমনকি কয়েকটি বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। জয়ের অভিযোগ, ঘটনায় ৫ জন বিজেপি কর্মী আহত হয়েছে তাদের বাগনান গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিনের ঘটনায় জয় বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও বিজেপির আভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বাইনান গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস হাজরা জানান বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।
অন্যদিকে এদিন ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে জয় সহ বিজেপি কর্মীরা থানার সামনে বসে বিক্ষোভ দেখায়।