আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Examination)। সকাল ১১টা থেকে শুরু হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তবে সাড়ে দশটার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে হবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে এবিষয়ে সতর্ক করা হয়েছে। সকাল ১১টা থেকে গণিত এবং দুপুর ২টো থেকে শুরু হবে পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা। গত বছরের তুলনায় ২৫ হাজার পরীক্ষার্থী কমেছে। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ৮০০ জন। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৫৫ হাজার ৫২৯ জন এবং পশ্চিমবঙ্গের বাইরে ৩৩ হাজার ২৭১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৬৮ হাজার ৫৩২ জন পুরুষ, ২০ হাজার ২৬২ জন মহিলা। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ৬ জন।
পরীক্ষায় নকল করা রুখতে এবছরও ব্যবহার করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিক্টেটর। অ্যাডমিট কার্ড সহ সচিত্র পরিচয় পত্র এবং রঙিন ছবি নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। এবছর পশ্চিমবঙ্গ ছাড়াও অসম ও ত্রিপুরাতে পরীক্ষাকেন্দ্র হয়েছে। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২১৯।