উত্তর প্রদেশের মাদ্রাসা গুলোতে এবার বিশেষ নজর দিতে চলেছে যোগী সরকার। এবার থেকে মাদ্রাসা সম্বন্ধিত সমস্ত তথ্য সরকারের কাছে থাকবে, আর সেগুলোর উপর কড়া নজর রাখা হবে। একটি মাদ্রাসায় হাতিয়ার উদ্ধার হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। অস্ত্র-শস্ত্র উদ্ধার হওয়ার পর মাদ্রাসার পঠন পাঠন নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি অনেকেই এরকম মাদ্রাসা গুলোকে বন্ধ করার দাবি তুলেছেন। কিন্তু এবার যোগী সরকার রাজ্যের সমস্ত মাদ্রাসা গুলোর উপরে কড়া নজর রাখতে চলেছে।
মাদ্রাসায় নজর রাখার সম্বন্ধীয় এই ব্যাপারে রাজ্যের মন্ত্রী মোহসিন রাজা বলেন, আমাদের সরকার আগাগোড়াই মাদ্রাসা গুলোকে উন্নত এবং উচ্চ শিক্ষা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সরকার প্রচেষ্টা এটাই যে মাদ্রাসার পড়ুয়ারা আইএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে। আর এরজন্য আমরা লাগাতার নজর রাখছি। মাদ্রাসায় এনসিইআরটি এর পাথ্য-পুস্তক লাগু করার সাথে সাথে সমস্ত আধুনিক সুবিধা উপলব্ধ করার কাজ করছে সরকার।
সূচনা অনুসারে, সরকার রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য জেলার সংখ্যালঘু আধিকারিকদের কাছে চেয়ে পাঠিয়েছে। সরকারি কর্মকর্তারদের ব্যাক্তিগত এবং সরকারি সমস্ত মাদ্রাসার তথ্য সরকারের কাছে দেওয়ার জন্য বাধ্য থাকবে। মহসিন রাজা বলেন, প্রদেশের অনেক মাদ্রাসা রয়েছে যারা মান পূরণ করে না এবং তাদের অবশ্যই বন্ধ করা উচিত।
আরেকদিকে সরকারের এই সিদ্ধান্তের জন্য অনেক মাদ্রাসার সঞ্চালকেরা বিরধিতায় নেমেছে। তাঁরা জানান যে, বিজনৌর মাদ্রাসায় যেটা হয়েছে, সেটা খুবই খারাপ। আর এরকম কাজের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া উচিত। মাদ্রাসা সঞ্চালকেরা জানান, একটি মাদ্রাসা এমন করেছে বলে সব মাদ্রাসার উপর জনরদারি চালানো ঠিক না। মাদ্রাসার সঞ্চালক মৌলানা হারুন বনে, সরকারের নজর শুধু মাদ্রাসার উপরেই, তাই বারবার মাদ্রাসা গুলোকেই এজেন্ডা বানানো হচ্ছে। কিন্তু সরকার চাইলেই মাদ্রাসার পরিস্থিতি উন্নত করার প্রতিশ্রুতি গুলো পান করতে পারে।