মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগানের ভিডিও ফুটেজ তবব করল কমিশন৷ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে৷
শুক্রবার বিকেলে ঘাটালের প্রার্থী দেবের হয়ে রোড শো ও সভা করেন তৃণমূল সুপ্রিমো৷ খড়গপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে চন্দকোনায় যাওয়ার পথেই মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় বেস কয়েকজন যুবক৷ অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী এরপরই রাধাবল্লভপুর গ্রামে কনভয় থেকে নেমে পড়েন৷ দেন কড়া ধমক৷
মুখ্যমন্ত্রীকে দেখতে এমনিতেই রাস্তার দুধারে ভিড় ছিল৷ এই ঘটনার পর কৌতুহলী জনতার ভিড় বেড়ে যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পালাচ্ছিস কেন? আয়…যতসব গালাগাল শিখেছে৷’’
‘জয় স্রীরাম’ স্লোগান প্রচারে ব্যবহার করছে বিজেপি৷ তৃণমূলের দাবি নেত্রীকে দেখে বিজেপি কর্মীরাই এই স্লোগান দিয়েছেন৷ রাজনৈতিকভাবে না পেরে অসভ্যতামি করছে গেরুয়া দলটি৷ অভিযোগ রাজ্যের শাসক দলের৷ প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান, রাজ্যের কী অবস্থা৷ ‘জয় স্রীরাম’ স্লোগানকেও গালাগাল মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর৷
প্রচারের উত্তাপ তুঙ্গে৷ তারই শাসক ও বিরোধী শিবিরকে রসদ জোগালো ‘জয় শ্রীরাম’ স্লোগান৷ মনে করছে রাজনীকির কারবারীরা৷