সামনেই বিধানসভা নির্বাচন। বাংলার মাটি জয় করতে বদ্ধপরিকর বিজেপি। সেই লক্ষ্যেই একাধিক হেভিওয়েট নেতার আনাগোনা রাজ্য জুড়ে। শনিবার মালদহে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সকাল ১০.৫০ মিনিটে মালদায় নামবেন নাড্ডা। সেখান থেকে যাবে ম্যাঙ্গো রিসার্চ সেন্টারে। সকাল সাড়ে এগারোটায় সাহাপুর মাঠে কৃষকদের সঙ্গে সহভোজ করবেন তিনি।
বেলা সাড়ে বারোটায় ফোয়ারা মোড় থেকে রোড শো করার কথা রয়েছে তাঁরা। দুপুর তিনটের সময় গৌরাঙ্গ জন্মস্থান আশ্রম দর্শন করবেন নাড্ডা। মধ্যাহ্নভোজের আগে কৃষকদের নিয়ে বিশেষ প্রদর্শনী সভা করার কথা বিজেপির।
দুপুর ২.৫০ মিনিটে নবদ্বীপ হেলিপ্যাডে নামবে নাড্ডার কপ্টার। এরপর সাড়ে তিনটে নাগাদ চলে যাবেন নবদ্বীপে। আজ নবদ্বীপ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হবে। সেই যাত্রার সূচনা করবেন বিজেপি সভাপতি।
এদিনই সন্ধ্যায় কলকাতায় ফিরবেন তিনি বলে খবর। ৭.৩৫ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে হোটেলে একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে তাঁর।