শুক্রবার কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝরেছে বারিধারা। কোথাও মাঝারি মাপের কোথাও বা বেশ ভারী। সঙ্গে বেশ ভালো তুষারপাত হয়েছে সান্দাকুফুতেও। একদিকে মেঘ অন্যদিকে বৃষ্টি, দুইয়ের এই যুগলবন্দীতে কিংবা উত্তর কিবা দক্ষিণ, সর্বত্রই শুক্রবার ছিল একটা বেশ ঠাণ্ডা আমেজ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে দূরত্ব কমায় শুক্রবার কার্যত ‘কোল্ড ডে’ অনুভব করেছেন বঙ্গবাসী। শনি সকালে তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও বৃষ্টির হেরফের ঘটবে উত্তর ও দক্ষিণ বঙ্গের মধ্যে। বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে, কমবে দক্ষিণে।
শনিবার দক্ষিণবঙ্গের বুকে বৃষ্টি কমলেও বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে। সঙ্গে চলবে সান্দাকুফু, দার্জিলিং ও ঘুম এলাকায় তুষারপাত। বাড়বে তার পরিমাণও। শনিবার বিকাল থেকেই পরিস্কার হতে শুরু করবে আকাশ। রবিবার থেকে ফের মিলবে কড়া ঠাণ্ডা। উত্তরের জেলাগুলিতে কড়া ঠাণ্ডা মিলবে সোমবার থেকে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৭ তারিখ পর্যন্ত রাজ্যে কার্যত হাত খুলেই খেলবে শীত। কিন্তু ৮ তারিখ থেকে ফের চড়তে শুরু করবে পারা। ১০ তারিখ নাগাদ শুরু হবে আরও একদফা বৃষ্টি।