লকডাউনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হল এই পুর এলাকায়

গোটা রাজ্যেই ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে সপ্তাহের দুদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার কড়া লকডাউন পালন করা হয়েছে। এই সপ্তাহে বুধবার কড়া লকডাউন পালন করা হবে। আরও একটা দিন কবে লকডাউন ঘোষণা করা হবে তা নবান্নের তরফে জানিয়ে দেওয়া হবে।

এদিকে পুরসভা ভিত্তিক একাধিক জায়গায় আজ সোমবার থেকে কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে। যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে চলতি মাসের শেষ দিন পর্যন্ত একাধিক জায়গাতে কড়া লকডাউনের ঘোষণা করা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় আজ সোমবার থেকে কড়া লকডাউন। দক্ষিণের তো বটেই, সংক্রমণ রুখতে উত্তরের একাধিক জেলাতে চলবে লকডাউন, ঘোষণা স্থানীয় প্রশাসনের।

অন্যদিকে, জেলা প্রশাসনের নির্দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ইসলামপুর পুর এলাকায় লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হলো। রাজ্য স্বরাষ্ট্র দফতরের জারি করা লকডাউন বাদে এই লকডাউন আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে বলে ইসলামপুর পুরসভার প্রসাসক কা্নাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন।

তবে এই নতুন লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়ার কথাও ঘোষনা করেছেন তিনি। যেহেতু করোনা সংক্রমন ইসলামপুর শহর এলাকায় কমছে না, তাই এই লকডাউন বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। রবিবার নির্ধারিত সাত দিনের লক-ডাউনের শেষ দিন ছিল। মেয়াদ বাড়ায় আজ সোমবার থেকে ফের লকডাউন।

নতুন লকডাউনে সকাল আটটা থেকে দুপুর দু’টো পর্যন্ত সব ধরনের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে। তবে দুপুর দুটর পরে অপরিহার্য সামগ্রীগুলির দোকান ছাড়া অন্যান্য সব ধরণের দোকান বন্ধ থাকবে।

করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে স্বাস্থ্য বিভাগের সমস্ত নির্দেশিকা মেনে চলতে পুর প্রশাসক সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। করোনার সংক্রমণ বেড়েই চলেছে দার্জিলিং জেলায়। পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে জেলা প্রশাসন।

বেড়ে চলা সংক্রমণে লাগাম পরাতে এবার রবিবার থেকে একটানা ৭ দিন পাহাড়ে জারি করা হয়েছে লকডাউন। জরুরি কয়েকটি পরিষেবা ছাড়া লকডাউন চলাকালীন অন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার থেকেই লকডাউন চালু দার্জিলিং, মিরিক, কার্শিয়াং পুরসভা এলাকায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পাহাড়ের এই এলাকাগুলি থেকেই করোনার সংক্রমণ বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে।

দার্জিলিং জেলায় নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬২১। প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। শিলিগুড়িতেও ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ। সেখানেও কড়া লকডাউন চলবে বলে জানানো হয়েছে।

মালদহেও আপাতত লকডাউন চলবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, দক্ষিণের একাধিক জেলাতে আজ সোমবার থেকে কড়া লকডাউন চালু হচ্ছে। যা চলবে চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত।

অন্যদিকে, বাংলায় একদিনে সর্বোচ্চ ১৬ হাজারের বেশি টেস্ট হয়েছে৷ তবে একদিনের হিসেবে কিছুটা কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও৷ বেড়েছে সুস্থ হয়ে উঠার হারও৷

রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৪১ জন৷ গতকাল ছিল ২ হাজার ৪০৪ জন৷ তথ্য অনুযায়ী এদিন কিছুটা কমল আক্রান্তের সংখ্যা৷

অন্যদিকে একদিনের হিসেবে কমেছে মৃতের সংখ্যাও৷ রবিবারের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪০ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৪২ জনে৷

একদিনে রাজ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৭ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৭৫১ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৪.২৯ শতাংশ৷ গতকাল ছিল ৬৩.২৪ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.