আতঙ্ক, ভয়ের আবহাওয়া পিছনে ফেলে ঘরে ফেরার আনন্দে ‘ভারত মাতা কী জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনি দিলেন কাবুল থেকে উদ্ধার হওয়া ভারতীয়রা। তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার সকালে তালিবানের দখলে যাওয়া কাবুল থেকে দূতাবাসের লোকজন সমেত ১৩০ জন ভারতীয়কে উড়িয়ে আনা হয় ভারতীয় বায়ুসেনার সি-১৭ হেভিলিফ্ট সি ১৭ বিমানে। সেটি গুজরাতের জামনগরের মাটি ছুঁতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয়রা। অনিশ্চয়তা, উদ্বেগ, উত্কণ্ঠার পালা শেষ।
উল্লেখ্য, তালিবান-দখল পরবর্তী আফগানিস্তান থেকে আফগানদের ভারতে আসার আবেদনের দ্রুত মীমাংসার জন্য নতুন ইলেকট্রনিক ভিসার ক্যাটাগরি ঘোষণা করেছে ভারত।
এই নিয়ে দ্বিতীয় ব্যাচের কূটনীতিক, সরকারি অফিসার, সাংবাদিকদের দেশে ফেরাল কেন্দ্র। প্রায় ২৪ ঘন্টার টানাপড়েন, আলাপ-আলোচনায় ১৩০ জনকে বিমানে চাপিয়ে ফেরানোর বিষয়টি চূড়ান্ত হয়। সকাল ৮টায় হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বায়ুসেনার বিমানটি রওনা হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর সহায়তায়। যাত্রীদের মধ্যে আছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডনও। রবিবার রাতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফেরানো হয় প্রথম ব্যাচের ভারতীয়দের। আরও লোকজনকে বের করে নিয়ে আসার জন্য ভারত এখন অসামরিক বিমানের অনুমতির জন্য মার্কিন বাহিনীর সম্মতির অপেক্ষায় রয়েছে।