পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত ৪৪৯, করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালো

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী। প্রতিদিনই আক্রান্তের যে রিপোর্ট দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন তাতে রোজি সংখ্যাটা থাকছে সর্বাধিক। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৫। যা ছিল গতকাল পর্যন্ত সর্বাধিক। এদিকে রবিবার তাকে পেছনে ফেলে সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৪৯। আজ পর্যন্ত এটাই সর্বাধিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে রাজ্যে ১৩জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ১৮৪জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৮৮। এদিন এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৮৭ জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৩৩০৩জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৪জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য। গত ২৪ ঘণ্টায় ৪০.৩৪শতাংশ সুস্থ হয়েছ।  গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ৭৪টি নতুন কেস। এখনও পর্যন্ত কলকাতা থেকে পাওয়া গেছে মোট ২৭৫৮টি কেস। গত ২৪ ঘণ্টায় ৪৩জন্য সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১১১৬জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৭জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ২০২জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। কো- মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১৩৮৮জন। বাকি মৃতদের মধ্যে তিনজন উত্তর ২৪ পরগনার, দুজন হওড়া এবং একজন দার্জিলিঙের বাসিন্দা। 

এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৯হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৭১হাজার ৭৪টি। এখন রাজ্যে ৪৩টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ২২হাজার ৬৯৫জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ৬৫হাজার ৭৬১জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ১লাখ ৫৪হাজার ৬৮২জন।বাড়িতে একান্তবাসের নজর দারি শেষ হয়েছে, ১লাখ ৬হাজার ২৭৩জনের। এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য সারা রাজ্য জুড়ে ১১ হাজার ৮০৬ টি প্রতিষ্ঠানিক একান্তবাস বানানো হয়েছে। যেখানে রয়েছেন, ১ লাখ ৩৮হাজার ৪১৯ জন। এখান থেকে ছাড়া পেয়েছেন ৭৫ হাজার ৩৯১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.