রাজ্যে যেমন বাড়ছে সংক্রমণের হার ঠিক তেমনি উল্লেখযোগ্যভাবে রাজ্যে বৃদ্ধি পাচ্ছে সুস্থতার হারওগত২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৩২ জন। এদিকে গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৮৮ জন। এদিন সুস্থতার হার তাই বেড়ে দাঁড়িয়েছে ৭৭.৪১ শতাংশ। এদিন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২৭, ৯০০জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ৩৫হাজার ৫৯৬জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১লাখ ৪হাজার ৯৫৯জন।

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৭৩৭জনের। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা ফের একবার আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি। যা স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তা প্রশমন করেছে প্রশাসনের। এদিন ৫১৬টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৩৫,৬৯৪। গত ২৪ ঘণ্টায় ৭০৮জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ২৮,৬১৮জন। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৫৯১০জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। যদিও শনিবার এই জেলায় কলকাতার থেকে সংক্রমিত হয়েছে বেশি সংখ্যক মানুষ। একদিনে আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১২জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১১৬৬জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। পাশাপাশি রাজ্যে বাকি মৃতদের মধ্যে চারজন দার্জিলিং, একজন কালিম্পং, একজন উত্তর দিনাজপুর, পাঁচজন মুর্শিদাবাদ, একজন নদিয়া,একজন বীরভূম, দুজন পশ্চিম মেদিনীপুর, একজন পূর্ব মেদিনীপুর, একজন পশ্চিম বর্ধমান, ছয়জন হাওরা, পাঁচজন হুগলি, নয়জন উত্তর ২৪ পরগনা, তিনজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৬হাজার ৩১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এই যাবত সর্বাধিক। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫লাখ ২৪হাজার ১৬২টি। এখন রাজ্যে ৭০টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.