গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ৪২৮৬ জন

 পশ্চিমবঙ্গে করোনার নিম্নমুখী গ্রাফ অব্যাহত । শনিবার আরও কমল করোনা সংক্রমণ।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত  হয়েছেন ৪২৮৬ জন, অর্থাৎ সাড়ে চার হাজারেরও কম।  কমেছে দৈমিক মৃত্যুর হারও।  রাজ্যে একদিনে করোনার বলি ৮১ জন।

স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, করোনায়  দৈনিক সংক্রমণে এখনও সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৯৩। তারপরই রয়েছে কলকাতা। একদিনে কলকাতায় সংক্রমিত হয়েছেন ৪০১ জন। আর করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে পুরুলিয়া। এখানে গত ২৪ ঘণ্টায় মাত্র ৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ঝাড়গ্রামের পরিস্থিতিও তুলনায় অনেকটাই ভাল। এ নিয়ে রাজ্যে করোনায় সংক্রমিত ১৪ লক্ষ ৫২ হাজার ৯৮৭ জন।

শেষ একদিনে মৃত্যু হয়েছে ৮১ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৮৯। একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৯ জন। গতকাল সুস্থতার সংখ্যা ছিল ৪ হাজার ৩২১ জন। ফলে গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ১ হাজার ৫৬ জন বেড়েছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬২, ২৭৬, যার মধ্যে ৬.৮৮ শতাংশ রিপোর্ট পজিটিভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.