নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে এক বিজেপি কর্মীকে কুপিয়ে গুলি করে খুনের চেষ্টা। ওই বিজেপি কর্মীকে কুপিয়ে চারটি গুলি করা হয়। তাঁর সঙ্গীদেরও ব্যাপক মারধর করা হয়। গুরুতর আহত ওই বিজেপি কর্মীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নৈহাটির গৌরীপুর এলাকায়।
জানাগেছে, রবিবার রাতে উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন চার পাঁচজন বিজেপি কর্মী। ফেরার পথে গৌরী পুরের কাছে ৩০ জনের মত একদল দুষ্কৃতী তাদের ঘিরে ধরে। কেন বিজেপির হয়ে কাজ করছে এই বলে তাঁদের ব্যাপক মারধর করে। মিঠুন পাসওয়ান নামে বিজেপি কর্মীকে চপার দিয়ে মাথায়, পিঠে, হাতে কোপ মারে। এরপর তাঁকে লক্ষ্য করে চারটি গুলি করে চলে যায় আক্রমণকারীরা। মিঠুনের সঙ্গে ছিলেন তাঁর ভাই জীতেন্দ্র পাসওয়ান, তাঁকেও মারধর করে এবং চপার দিয়ে কোপ মারে দুষ্কৃতিরা। জীতেন্দ্র পাসওয়ান জানান, কাউ, উমেশ সিং, রবি, রাম, বিষ্ণু, অভিজিত, কালু সহ প্রায় ৩০ জন তাঁদের ঘিরে ধরে মারধর করে। হামলাকারীরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কংগ্রেস করে।
দুষ্কৃতিরা চলে যাওয়ার পর বিজেপি কর্মীরা মিঠুনকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।