গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে (West Bengal) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭জন। মৃত্যু হয়েছে গত ২৪ঘন্টায় আরও ৮জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ৬৬জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৩৯৪। বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিন জারি করে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭৭ জন। রাজ্যে মোট করণা মুক্ত হয়েছেন ৭৬৮জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৩জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য। যে এখনো সুস্থ হয়ে ওঠার হার ৩২.৩১ শতাংশ। এদিন স্বাস্থ্য দফতরের তরফে বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২হাজার ৮৩৭টি। এখনও পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্ত বাস রয়েছেন ৮হাজার ৯৮০জন। সরকারি একান্ত বাস থেকে ছুটি পেয়েছেন, ২২হাজার ৬৯৬জন। এখন বাড়িতে একান্ত বাসে রয়েছেন ৩৪হাজার ৪১৪জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৬৯হাজার ৭৯জনের।
গত ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata) থেকে পাওয়া গিয়েছে ৩১টি নতুন কেস। এই পর্যন্ত এরমধ্যে কলকাতা থেকে পাওয়া গেছে ১১৫৭টি কেস। তাদের মধ্যে ৪৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে মোট ৩৮৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের।এই পর্যন্ত কলকাতায় মোট ৯৬ জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। কো- মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬২৫জন।