কলকাতায় করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো, রাজ্যে ২১৫

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে কলকাতায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। পশ্চিমবঙ্গে কো- মরবিডিটির সংখ্যা যোগ করলে মোট মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালো। শুক্রবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৯৪ থেকে বেড়ে হয়েছে ১০০। রাজ্যে কোভিড ১৯-এর কারণে মৃতের সংখ্যা ১৪৩। কো-মরবিডিটিতে ৭২ জনের মৃত্যু ধরলে রাজ্যে মৃত করোনা পজ়িটিভ রোগীর সংখ্যা ২১৫। রাজ্যে নতুন করে ৮৭ জনের করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭৭। অ্যাক্টিভ করোনা ভাইরাসের কেস ১৩৯৪টি। পশ্চিমবঙ্গে (West bangal)২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন। রাজ্যে সুস্থতার হার হল ৩২.৩১ শতাংশ।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ৮৭ জন নতুন আক্রান্তের মধ্যে ৩১ জন কলকাতার (Kolkata)বাসিন্দা। আবার ২৫ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে হাওড়ায়। উত্তর ২৪ পরগনার ১৬, দক্ষিণ ২৪ পরগনার ৫, পশ্চিম বর্ধমানের ৩, নদিয়ার ২, পূর্ব মেদিনীপুরের ২, পূর্ব বর্ধমান ও হুগলির এক জন করে দু’জন বাসিন্দা আছেন নতুন আক্রান্তের তালিকায়। এক আক্রান্ত ভিন রাজ্যের বাসিন্দা। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে মহারাষ্ট্রে। গতকালই ২৫ হাজার ছাড়িয়েছিস আক্রান্তের সংখ্যা। এদিন সকালের বুলেটিনে দেখা গিয়েছে মহারাষ্ট্রে কোভিড পজিটিভ ২৭,৫২৪। সংক্রমণে মৃত্যু হয়েছে ১,০১৯ জনের। মুম্বইয়ের অবস্থা তথৈবচ। শহরের সব হাসপাতাল নার্সিংহোমগুলিতে কোভিড রোগীদের ঠাসাঠাসি ভিড়। চিকিৎসা পরিষেবা শিকেয় উঠেছে। শুধু মুম্বইতেই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।

করোনা সংক্রমণ উদ্বেগের কারণ হচ্ছে গুজরাট ও তামিলনাড়ুতেও। গুজরাটে  আক্রান্তের সংখ্যা ৯,৫৯১, মৃত্যু হয়েছে ৫৮৬ জনের। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৬৭৪। সংক্রমণের নিরিখে রেকর্ড করেছে রাজধানী দিল্লি। একদিনে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৪৭২টি। দিল্লিতে সংক্রামিত ৮,৪৭০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.