মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাতা বাড়ানোর দাবিতে ইমামরা

ভাতা বাড়ানোর দাবিতে সরব হল ইমাম সংগঠনগুলো৷ সোমবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান বঙ্গীয় ইমাম পরিষদসহ পাঁচটি সংগঠন৷ ভাতা বাড়ানোসহ একাধিক দাবিতে তারা ডেপুটেশন দেন৷

বঙ্গীয় ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মহম্মদ রইসউদ্দিন পুরকায়েত জানান, ২০১২ থেকে বার বার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে দেখা করার জন্য কিন্তু তাতে তিনি সাড়া দেননি৷ তাই তার বাড়িতে আসতে বাধ্য হয়েছি৷ রাজ্যের নেতা মন্ত্রী থেকে ব্লক আধিকারিক ও ডিএমদের বিষয়টি জানিয়েও কোনও কাজ হয়নি৷

সংগঠনের দাবি – ১) রাজ্যে ইমাম ও মোয়াজ্জেম ভাতা দ্বিগুণ করতে হবে৷ ২)গৃহহীন ইমাম,মোয়াজ্জেম ও ধর্মগুরু পুরোহিতদের গৃহের ব্যবস্থা করতে হবে৷ ৩) গরীব ইমাম,মোয়াজ্জেম ও ধর্মগুরু পুরোহিতদের ছেলে মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার বিনা মূল্যে দিতে হবে৷

এর আগেও ভাতা বাড়ানোর দাবিতে সরব হয়েছিল ইমাম সংগঠনগুলো৷ ধর্মতলার রানী রাসমনি অ্যাভিনিউতে তাদের দাবিতে ইমাম সংগঠনগুলো এক বিশাল সমাবেশের আয়োজন করেছিল৷ সেদিন তাঁদের দাবি ছিল, আড়াই হাজার থেকে ভাতার পরিমাণ বাড়িয়ে ইমামদের জন্য মাসিক ১০ হাজার টাকা ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ছ’হাজার টাকা করা৷ নিজ ভূমি নিজ গৃহ ও গীতাঞ্জলী আবাসন প্রকল্পে ইমাম ও মুয়াজ্জিনদের অন্তর্ভুক্ত করা৷ ওয়াকফ সম্পত্তি জবর-দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে সম্পত্তির পুনরুদ্ধার করা সহ মোট সাত দফা দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন৷

উল্লেখ্য, ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম এ রাজ্যে ইমাম ভাতা চালু করেন৷ পরে তা নিয়ে বিতর্ক দেখা দেয়৷ বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.