২০১৯ এর লোকসভা নির্বাচনে ভোটগ্রহন চলছে সারা দেশজুড়ে। ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনের সঙ্গে পরিচয় এর আগে অনেকেরই হয়তো হয়ে গিয়ে থাকবে।
এবার প্রথমবার যাঁরা ভোট দেবেন কিংবা পুরনো ভোটার, সকলের জন্যই ইভিএম মেশিন ব্যবহারের সঠিক পদ্ধতি জানানো হল।
যখন ইভিএম মেশিনে বোতাম টিপবেন, তখন অবশ্যই মাথাই রাখতে হবে যে যতক্ষণ না
ভিভিপ্যাট মেশিন থেকে ভিভিপ্যাট স্লিপ বেরিয়ে আসছে, ততক্ষন বোতাম থেকে আঙ্গুল তুলতে পারবেন না।
এছাড়াও, নিজের দেওয়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপটি একবার মিলিয়ে নিতেও ভুলবেন না।