ইন্দিরা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক কাউন্সিলর এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডে।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ সরকারের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনার ঘর পালিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে প্রথমে ১৫ হাজার এবং পরে ১২ হাজার টাকা নেয় ওই ওয়ার্ডের কাউন্সিলর সোমা গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্বামী সুকান্ত গঙ্গোপাধ্যায়। অভিযোগ, তারপরেই পরেশ সরকার দু’দফায় কাউন্সিলরকে ২৭ হাজার টাকা দেয়। কিন্তু ঘর তৈরির প্রথম দফার কাজ হয়ে গেলে, পৌরসভার ইঞ্জিনিয়ার এসে কাজ আটকে দেয়। এবং পৌরসভার তরফ থেকে বলা হয়, ঘর তৈরীর ক্ষেত্রে নিয়মবহির্ভূত কাজ করেছেন পরেশ সরকার। অভিযোগ, নিয়মবহির্ভূত অজুহাত দেখিয়ে আরও টাকার দাবি করেন কাউন্সিলর। না হলে ঘর আটকে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ। এর পরেই কোনও উপায় না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন পরেশ সরকার। এবং শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও পরেশ সরকারের ইনা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর ও তাঁর স্বামী। তাদের দাবি, নিয়ম অনুযায়ী ঘর তৈরি করেননি পরেশ সরকার। একাধিক হেরফের রয়েছে ওই ঘর তৈরীর ক্ষেত্রে। যার কারনে পৌরসভার ইঞ্জিনিয়ার গিয়ে তা আটকে দেয়। আর এই কারণেই তিনি মিথ্যা অভিযোগ করছেন ওই ব্যক্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।