দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের ওপর নজর রাখতে অনলাইন পোর্টাল চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

পরিযায়ী শ্রমিকদের গতিবিধির ওপর নজরে রাখতে পাকাপাকি বন্দোবস্ত করল নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)। কেন্দ্রীয় সরকারের তরফে তৈরি করা হল একটি অনলাইন পোর্টাল ড্যাশবোর্ড। এই পদ্ধতিতে ঘর ফিরতি শ্রমিকদের সমস্ত রেকর্ড থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের সঙ্গে যোগাযোগও করা যাবে। আবার তাঁরা গন্তব্যে যথাযথভাবে পৌঁছলেন কিনা তাও জানা সম্ভব হবে।এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলছেন, “এই অনলাইন পোর্টালের মাধ্যমে কেন্দ্রের সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয় থাকবে। শ্রমিকদের নাম, মোবাইল নম্বর রেকর্ড করা থাকবে, যার মাধ্যমে খুব তাড়াতাড়ি তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।” সঙ্গে তিনি আরও বলেন, “পরিযায়ীদের প্রতিজনের নাম, ঠিকানা-সহ সামগ্রিক পরিচয় রেকর্ড করা থাকবে পোর্টালে। অনেকটা ডেটা লিস্টের মতো ব্যবস্থা থাকবে। কোন শ্রমিক কোথা থেকে যাত্রা শুরু করেছেন, কোথায় যাবেন, গন্তব্যে ঠিক পৌঁছলেন কিনা এবং কখন পৌঁছলেন, সবই জানতে পারবেন সরকারি আধিকারিকরা। এই ড্যাশবোর্ডের কাজ ঠিক মতো হচ্ছে কিনা তার তদারকি করবেন কেন্দ্রের নোডাল অফিসাররাও।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেছেন, “ভিন রাজ্য আটকে পড়া পরিযায়ীদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বাস ও শ্রমিক স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছে সরকার। এবার শ্রমিকরা ঠিকঠাক বাড়ি ফিরলেন কিনা, কীভাবে তাঁরা বাড়ি ফিরছেন ইত্যাদি যাবতীয় খবরাখবর নেওয়ার জন্য একটি অনলাইন ড্যাশবোর্ড তৈরি করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ), যার নাম দেওয়া হয়েছে ‘ন্যাশনাল মাইগ্র্যান্ট ইনফরমেশন সিস্টেম’(এনএমআইএস)।” প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের (Migrent Labours) যাতে পায়ে হেঁটে বাড়ি ফিরতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারগুলিকেই। এই মর্মে সব রাজ্য সরকারগুলিকে চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা (Ajay Bhalla)।

গত কয়েক সপ্তাহে বাড়ি ফেরার আশা নিয়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যের দিকে রওনা দিয়েছেন। কখনো ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকদের, কখনো বাসের তলায় চাপা পড়েছেন তারা। আবার কখনো দীর্ঘ পথযাত্রার ক্লান্তি প্রাণ কেড়েছে পরিযায়ীদের। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এক মামলার শুনানিতে বিচারপতি পরিযায়ী শ্রমিকদের ফেরাতে তথা খেয়াল রাখতে রাজ্য সরকার গুলিকেই দায়িত্ব নিতে বলেছেন।‌ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের লেখা চিঠিতে সেই কথারই উল্লেখ করা হয়েছে। কিন্তু এরপরে ও নিজের দায়িত্ব এড়াতে পারেনি কেন্দ্রীয় সরকার। বারবার প্রশ্ন উঠেছে পরিযায়ী শ্রমিকদের জন্য কেন কোনও উদ্যোগ নিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ? অবশেষে অনলাইন পোর্টাল ড্যাসবোর্ড চালু করে পরিযায়ী শ্রমিকদের ওপর নজরদারি শুরু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.