আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী তুমুল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘আমফান’ (Amphan) মঙ্গল বা বুধবার আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলে। প্রতি ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার গতি বেগে থাকবে ঝড়ের । বিপর্যয় সামাল দিতে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। এখনই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

কিন্তু এর মধ্যে অন্য এক সমস্যাও সামলাতে হচ্ছে রাজ্য সরকারকে। অন্য সময় এই ধরনের ঝড়ের সম্ভাবনায় উপকূলবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে এসে নিরাপদ জায়গায় রাখা হয়। কিন্তু এখন চলছে করোনা ভাইরাসের সংকট। তাই এবার বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে প্রশাসনকে। সমস্ত সাইক্লোন সেন্টার গুলোতে এবার মজুত রাখা হচ্ছে স্যানিটাইজার আর মাস্ক! যাতে সাইক্লোনের সম্ভাবনায় মানুষকে সরিয়ে নিয়ে আসার পর তারা সংক্রামক কোরোনায় আক্রান্ত না হন ।

কন্টাই এর সাব ডিভিশনাল অফিসার শুভময় ভট্টাচার্য জানিয়েছেন, মাস্ক স্যানিটাইজার এবং সামাজিক দূরত্বের ব্যাপারে বিশেষ নজর রাখছেন তারা। সামাজিক দূরত্ব যাতে সঠিক ভাবে মেনে চলা যায় তার জন্য সাইক্লোন শেল্টারের পরিমাণ এবার অনেক বাড়ানো হয়েছে। এর জন্য এলাকার আশেপাশে সমস্ত স্কুল বাড়িগুলো নিয়ে নিয়েছে প্রশাসন। কন্টাই এর ১৬ লাখ লোকের বাস। এরমধ্যে ৪৫ হাজার লোককে সরিয়ে নিতে হবে সাইক্লোন এলে ! কাকদ্বীপের ৬৪ টি স্কুল বাড়ি নিয়ে এগারটি সাইক্লোন শেল্টার বানানো হয়েছে ! প্রশাসনের তরফে জানানো হয়েছে ইতি মধ্যেই ৫০০ থেকে ৮০০ মাস্ক এবং ২০০ বোতল স্যানিটাইজার মজুত করা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.