১৬ ই জুন পর্যন্ত রাজ্যে যে বিধিনিষেধ চলার কথা ছিল তাতে আনা হলো নতুন পরিবর্তন (lockdown extension)। বাড়ানো হলো লক ডাউনের সময়সীমা। রাজ্য সরকারের তরফে জারি করা হলো নতুন গাইডলাইন (guideline)। বিধিনিষেধে সামান্য ছাড় দেওয়া হয়েছে এইবার।
তবে বিশেষ ঝুঁকি নিতে রাজি নয় সরকার। রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব প্রকাশ করেন নতুন বিধিনিষেধ (guideline)। এক নজরে দেখে নিন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কী বিধি জারি করা হলো রাজ্যের নাগরিকদের সুরক্ষায় (guideline)।
কী কী খোলা থাকছে:
১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস (government office) খোলা যাবে।
বেলা ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বেসরকারি অফিসগুলিতেও (private office) হবে কাজ। এই ক্ষেত্রে কর্মীদের অফিসে আনার ব্যবস্থা করতে হবে সংস্থাকেই।
চলবে স্টাফ স্পেশাল ট্রেন (staff special train)।
জরুরি স্বাস্থ্য পরিষেবার নিরিখে অটোতে চাপতে পারবেন যাত্রী।
১৬ জুন থেকে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলতে পারবেন দোকান-বাজার।
সকাল ১১টা থেকে সন্ধে ৬টা অবধি খোলা রাখা যাবে ছোট দোকানগুলি।
খুলছে শপিং মল (shopping mall)। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৩০ শতাংশ ক্রেতা পাবেন শপিং মলে (shopping mall) প্রবেশাধিকার।
আরো পড়ুন- ১৬ জুন থেকে ২৫% কর্মী নিয়ে খুলবে সরকারি-বেসরকারি অফিস
দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত রেস্তোরাঁ ও পানশালা (restaurants) থাকবে খোলা।
স্টেডিয়ামে (stadium) খেলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে তা হতে হবে দর্শকশূন্য।
ছবি-সিরিয়ালের শুটিং (Tollywood shooting) আবার শুরু করার অনুমতি মিলেছে। তবে ইউনিটের ৫০ শতাংশ কর্মী-অভিনেতাকে নিয়েই হবে শুটিং।
ব্যাংক (bank) পূর্বের মতোই সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত খোলা থাকবে।
ভ্যাকসিনেশন (vaccination) প্রমাণ নিয়ে প্রাতঃভ্রমণের জন্যে ঢোকা যাবে পার্কে।
কী কী বন্ধ থাকছে:
বন্ধ থাকছে লোকাল ট্রেন।
বন্ধ বাস ও মেট্রো পরিষেবা।
রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল কার্ফু (night curfew)। জরুরি পরিষেবা ছাড়া বেরোতে পারবেন না।
আপাতত বন্ধ থাকছে পার্লার (parlour), স্পা, জিম ও শিক্ষা প্রতিষ্ঠান।
যদিও রাজ্যের করোনা গ্রাফ নেমেছে কিন্তু পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি এখনই নয়। আগামী ১ জুলাই পর্যন্ত উল্লিখিত নতুন নিয়মগুলিই থাকবে বহাল।