অনাস্থা নোটিসের বিরুদ্ধে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর দায়ের করা মামলার শুনানি ফের হবে মঙ্গলবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সোমবারের শুনানিতে জানিয়েছেন, এই মামলায় যুক্ত করতে হবে কর্পোরেশনের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীকে। তারপর মঙ্গলবার আবার হবে শুনানি।
বিধাননগর কর্পোরেশনের কমিশনার গত ৯ জুলাই আস্থা ভোটের বিজ্ঞপ্তি জারি করেন। ঠিক করেন, ১৮ জুলাই হবে বোর্ড মিটিং। সেখানেই ভোটাভুটি হবে। তারপরই কলকাতা হাইকোর্টে দীর্ঘ পিটিশন দাখিল করেন মেয়র সব্যসাচী দত্ত।
পিটিশনে সব্যসাচীর তরফে প্রশ্ন তোলা হয়, ২৭ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত কমিশনারের ছুটিতে থাকার কথা। তাহলে কী ভাবে ৯ জুলাই ওই বিজ্ঞপ্তি জারি করা হল? সেই সঙ্গে তিনি এ-ও বলেন, বিধাননগর কর্পোরেশন একটি স্বশাসিত সংস্থা। সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারেন না। এই প্রসঙ্গে তিনি তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বৈঠকের প্রসঙ্গটি তোলেন।
ওই পিটিশনে সল্টলেকের মেয়র আরও বলেছেন, রাজারহাট গোপালপুর পুরসভা এবং মহিষবাথান পঞ্চায়েত যখন যুক্ত হয় তারপর থেকে (২০১৭) ওই এলাকার বেআইনি নির্মাণ-সহ একাধিক বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী ও পুর দফতরকে চিঠি লিখেছিলেন। কিন্তু কোনও সদুত্তর আসেনি। তাই কি এই পদক্ষেপ?
সব্যসাচীর বক্তব্য, যে চিঠি কাউন্সিলররা জমা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে, নিয়মানুযায়ী তার একটি কপি তাঁকেও দেওয়ার কথা। কিন্তু কমিশনার তাঁকে দেননি। তিনি জানেন না কোন কোন কাউন্সিলররা তাতে সই করেছেন। আদালতের কাছে মেয়রের প্রশ্ন, আইন অনুযায়ী কি এটা তাঁর জানার কথা নয়?