বাঁকুড়ায় ঢোকার অনুমতি পেলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ শুক্রবার তাঁকে এই অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট৷ বিজেপির এই সাংসদ নিজের লোকসভা কেন্দ্রে কাজ করার জন্য জেলায় ঢোকার অনুমতি চেয়েছিলেন৷ শুক্রবার তাঁর সেই আবেদন মঞ্জুর করে হাইকোর্ট৷
প্রসঙ্গত সদ্য সমাপ্ত লোকসভা ভোটের আগে তৎকালীন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দিল্লীতে গিয়ে ঘাস ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন। একই সঙ্গে টাকা নিয়ে চাকরি করে দেওয়ার প্রতারণা মামলায় আদালতের নিষেধাজ্ঞার জেরে দীর্ঘদিন তিনি বাঁকুড়া জেলায় ঢুকতে পারছিলেন না।
প্রতারণা মামলার কারণে বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপর বাঁকুড়ায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেন তিনি৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের জন্য বাঁকুড়ায় ঢোকার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট৷ বলা হয় অন্যান্য অনুমতির জন্য বিজেপি প্রার্থীকে হাইকোর্টেই আর্জি জানাতে হবে৷
লোকসভা ভোটে ওই বিষ্ণুপুর কেন্দ্রেই বিজেপি তাঁকে প্রার্থী করে। সেই সময় হাইকোর্টের নির্দেশে এক দিনের জন্য মনোনয়পত্র জমা দিতে বাঁকুড়াতে ঢোকার সুযোগ পান তিনি। তবে নিজে সশরীরে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারের সুযোগ থেকে বঞ্চিতই থাকতে হয় সৌমিত্র খাঁকে। পরে লোকসভা ভোটের ফল প্রকাশের পর দেখা যায় বিজেপির টিকিটে বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তিনিই।