প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
রাজীব কুমারকে সিবিআই ডাকতে গেলে 48 ঘণ্টা আগে নোটিশ দিতে হবে রাজীব কুমারকে।
এখনও খোঁজ নেই রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমারের। ছুটির মেয়াদ শেষ হলেও কাজে যোগ দেননি। কোথায় আছেন তিনি জানে না সিবিআই। গ্রেফতারি এড়াতে রাজীব আগাম জামিনের জন্য আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে। সোমবার ফের হাইকোর্টে তার আগাম জামিনের শুনানি হলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবার সকালেই তাঁর আগাম জামিনের আর্জি মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট।
গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার পরপর তিনদিন শুনানি হয়েছে। বিচারপতি শহীদুল্লাহ মুন্সী ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছিল, কলকাতা হাইকোর্টে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার যদি আগাম জামিন পেয়ে যায়, তাহলে সেই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন সেই দিকেই নজর থাকবে সকলের।
এও জানা গিয়েছে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজে এবার সিআরপিএফের সাহায্য নিতে চলেছে সিবিআই। টানা দুই সপ্তাহ ধরে রাজীবের খোঁজে তল্লাশি চালিয়ে আপাতত তল্লাশি বন্ধ রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। তবে মঙ্গলবারের এই সিদ্ধান্তের পর বোঝা যাবে কোন দিকে মোড় নিতে চলেছে এই ঘটনা।