সন্দেশখালি নিয়ে নিজের রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শনিবার রাতে সন্দেশখালিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৫ জনের মৃত্যু হলে, পরদিনই দিল্লী চলে যান রাজ্যপাল।
জল্পনা শুরু হয় রাজ্যপাল কি স্বরাষ্ট্রমন্ত্রকে সন্দেশখালি নিয়ে কোনো বিশেষ রিপোর্ট দিতে দিল্লি গিয়েছেন। সেই জল্পনার নিরসন সোমবার সকালে নিজেই করে দেন রাজ্যপাল।
সন্দেশখালির নাম উচ্চারণ না করলেও তিনি জানিয়েছেন, “আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। উনি যদি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু জানতে চান, তাহলে আমি আমার কাছে যা রিপোর্ট আছে তা জানাবো।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মূলত সৌজন্যমূলক। আমি নিজেই সময় চেয়েছিলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, কিন্তু অত্যন্ত ভিড় থাকায় শুভেচ্ছা জানাতে পারিনি। শুভেচ্ছা জানাতেই এসেছি।”