শীতপ্রেমীদের জন্য সুখবর, চলতি সপ্তাহে কলকাতার তাপামাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে!

ডিসেম্বরের মাঝামাঝিতেও শীতের দেখা নেই তিলোত্তমায়। ভোরের দিকে শিরশিরানী অনুভব হলেও বেলা বাড়তেই হাঁসফাঁস দশা। চলতি বছরে কি জাঁকিয়ে শীত উপভোগই করতে পারবে না বঙ্গবাসী? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। উত্তর দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর (Regional Meteorological Centre Kolkata) সূত্রে জানা গিয়েছে, সোম-মঙ্গলবার কলকাতার তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশেপাশে। মেঘের দেখাও মিলবে আকাশে। বুধবার থেকে ধীরে ধীরে বদল ঘটতে শুরু করে অবস্থার। শুক্রবারই তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নিচে। আগামী বৃহস্পতিবার থেকে পরের বুধবারের মধ্যে কোনও একদিন তিলোত্তমার পারদ নামতে পারে ১২ ডিগ্রিতেও। সেক্ষেত্রে জেলার তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিরও নিচে। অতএব ডিসেম্বরের মাঝপথে অবশেষে জাঁকিয়ে শীত অনুভব করতে পারবেন তিলোত্তমাবাসী। জবুথবু হতে হবে জেলাবাসীকেও। আজ, সোমবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৭.১ ডিগ্রি। দিনভর মেঘলা থাকবে আকাশ।

প্রসঙ্গত, বরাবরের তুলনায় চলতি বছরে অনেকই দেরিতে বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। তারপরও একের পর এক ঝঞ্ঝার কারণে সেভাবে শীতের দেখা মেলেনি। দু-একদিন তাপমাত্রা ১৫-এর নিচে নামলেও সেই আমেজ দীর্ঘস্থায়ী হয়নি। ফের উর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই বছরের শেষে শীতের খবরে খুশি শীতপ্রেমী বাঙালি। যদিও এবার অক্টোবরের শেষ থেকেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ভারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.