আজ পূর্ণিমা তিথি তাও আবার লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার ৷ খুব কম সময়েই এমন তিথি পাওয়া যায় ৷
এই তিথির কেন এত উল্লেখযোগ্য ? প্রধান উল্লেখ্য বিষয় এই যে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করলে বিশেষ উন্নতি হয়ে থাকে ৷
যেহেতু দোলপূর্ণিমা এবার বৃহস্পতিবার পড়েছে তাই লক্ষ্মীপুজোর সঙ্গে সত্য নারায়ণের সিন্নি দিলে সংসারের মঙ্গল হয়ে থাকে ৷
আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে চূড়ান্ত লড়তে হচ্ছে ৷ বাধা বিপত্তি পিছু ছাড়ছেনা ৷ মধ্যবিত্তের যেকোনও সমস্যাই শুরু হয় আর্থিক সমস্যা দিয়েই তাই ধন-সম্পত্তির দেবী মা লক্ষ্মীকে সন্তুষ্ট করলে জীবন হয়ে ওঠে সুখকর ৷
তবে এমন নয় যে মায়ের পুজো করলেই মা সন্তানকে আশীর্বাদ করেন সব সময়েই মায়ের আশীর্বাদ সন্তানের মাথায় রয়েছে ৷ মা সব সময়েই চান সন্তানের মঙ্গল ৷
সন্ধের পর মা লক্ষ্মীর পাঁচালি নিয়ম মেনে পড়লে মা লক্ষ্মী বিশেষ ভাবে সন্তুষ্ট হন ৷ সংসারের বা গৃহস্থের প্রতিটি ক্ষেত্রেই মা লক্ষ্মীর শরণে জীবন হয়ে ওঠে সুখের ৷