লোকসভা নির্বাচন ২০১৯ এর ফাইনাল রাউন্ড আজকে। ভোট গণনা চলছে গোটা দেশ জুড়ে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এক্সিট পোলের অনুমান একদম সঠিক পাওয়া যাচ্ছে। এবারের পরিসংখ্যান অনুযায়ী বিজেপি নিজেদের ২০১৪ এর রেকর্ড ভাঙতে চলেছে। এখনো পর্যন্ত ৩৪৬ টি আসনে এগিয়ে আছে এনডিএ জোট। আরেকদিকে শুধু বিজেপিই এগিয়ে আছে ৩০০ আসনে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসন থেকে সাড়ে তিনলক্ষের বেশি ভোটে জয় হাসিল করেছেন। এই অভূতপূর্ব জয়ের জন্য আজ সন্ধ্যা ৬ টায় দেশবাসীকে সম্বোধিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আগামী ২৬ মে মোদী সরকার দেশে সরকার গড়ার দাবি করবে। আরেকদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কেরলের ওয়ানাড আসন থেকে জয় হাসিল করে নিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাহুল গান্ধী উত্তর প্রদেশের আমেঠি আসন থেকে পিছিয়ে আছেন।
অন্ধ্র প্রদেশ, উড়িষ্যা, অরুনাচল প্রদেশ আর সিকিম এর বিধানসভা ভোটের ফলাফলও পাওয়া যাচ্ছে। অন্ধ্র প্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্ধ্রে YSR কংগ্রেস চমকপ্রদ জয় হাসিল করে নিয়েছে। আগামী ৩০ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জগনমোহন রেড্ডি।
আপানদের জানিয়ে রাখি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দেশ জুড়ে বিরোধী নেতাদের এক করে কেন্দ্র থেকে মোদী সরকার উৎখাত করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু ওনার এই স্বপ্ন যেমন ভেঙে চুরমার হয়ে গেছে। তেমনই রাজ্যের মানুষও ওনাকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, শাসক দল তেলেগু দেশম পার্টি, অন্ধ্র প্রদেশের মাত্র একটি আসনে এগিয়ে।